Election Commission

অমিত শাহের ‘উচিত শিক্ষা পেয়েছে’ মন্তব্য কোনও বিধি ভাঙেনি, দাবি নির্বাচন কমিশনের

অমিত শাহের ‘ওরা’ ২০০২ সালে ‘উচিত শিক্ষা পেয়েছে’ মন্তব্যটি কোনও ভাবেই নির্বাচনের বিধি লঙ্ঘন করেননি, তা নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

গাঁধীনগর (গুজরাত) শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২২ ১৯:৪৪
Share:

ভোটের প্রচারের সময়, অমিত শাহের মন্তব্যকে ঘিরে যে অভিযোগ উঠেছিল, তা খারিজ করে দিল নির্বাচন কমিশন। ফাইল চিত্র।

বিপুল জনসমর্থনে জয়ী হয়ে গুজরাতে ক্ষমতা ধরে রেখেছে বিজেপি সরকার। ভোটের প্রচারের সময় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যকে ঘিরে যে অভিযোগ উঠেছিল, তা খারিজ করে দিল নির্বাচন কমিশন। পিটিআই সূত্রের খবর, ১০ ডিসেম্বর নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছেন অমিত শাহের ‘ওরা’ ২০০২ সালে ‘উচিত শিক্ষা পেয়েছে’ মন্তব্যটি কোনও রকম ভাবেই নির্বাচনী বিধি লঙ্ঘন করেননি। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের রিপোর্টেও উল্লেখ রয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর উক্তি নির্বাচনে বিন্দুমাত্র প্রভাব ফেলেনি।

Advertisement

গত ২৫ নভেম্বর, গুজরাতের খেড়া জেলায় ভোটের প্রচার সভায়, অমিত শাহ ‘ওরা’ ২০০২ সালে ‘উচিত শিক্ষা পেয়েছে’ নিয়ে এক কটাক্ষ মন্তব্য করেছিলেন। সেই নিয়ে বিরোধী দলেরা তাঁর উপর অভিযোগের আঙুল উঠিয়েছিল।

প্রসঙ্গত, ২০০২ সালে গোধরা-পরবর্তী হিংসায় গুজরাতে বহু মানুষ হতাহত হয়েছিলেন। রাজ্যের সংখ্যালঘুদের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ উঠেছিল। এই অশান্তিতে গণধর্ষিতা হন বিলকিস বানো। এমন কি, তাঁর সদ্যোজাত সন্তানকে আছাড় মেরে হত্যা করাও হয়েছিল। ২০০২-এর ‘উচিত শিক্ষা’ এবং ‘ওরা’ বলতে স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক কী এবং কাদের বোঝাতে চেয়েছেন, তা যদিও স্পষ্ট ছিল না।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন