SIR Row

৩০ সেপ্টেম্বরের মধ্যে বিশেষ নিবিড় সমীক্ষার প্রস্তুতি শেষ করতে হবে! সিইও-দের সময় বেঁধে দিল নির্বাচন কমিশন

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব রাজ্যের সিইও-দের এসআইআর প্রস্তুতি শেষ করতে হবে। সময়সীমা বেঁধে দিল কমিশন। তারা জানিয়েছে, বিদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়াই মূল লক্ষ্য।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫৯
Share:

বিশেষ নিবিড় সমীক্ষার প্রস্তুতি নির্বাচন কমিশনের। —ফাইল চিত্র।

দেশ জুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রস্তুতির সময় বেঁধে দিল নির্বাচন কমিশন। ন’দিনের মধ্যে বিশেষ নিবিড় সমীক্ষার প্রস্তুতি শেষ করতে হবে। সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের (সিইও) এমনটাই নির্দেশ দিয়েছে কমিশন। কমিশন সূত্রে খবর, আগামী অক্টোবর-নভেম্বর মাস থেকে বিশেষ নিবিড় সমীক্ষা শুরুর সম্ভাবনা রয়েছে। তাই ৩০ সেপ্টেম্বরের মধ্যে সিইও-দের প্রস্তুতি শেষ করতে বলা হয়েছে। সম্প্রতি দিল্লিতে সিইও-দের সঙ্গে বৈঠক করেছিল কমিশন। সেখানে তাঁদের এসআইআর-এর প্রস্তুতির কাজ শেষ করতে ১০-১৫ দিন সময় দেওয়া হয়। কমিশন সূত্রের খবর, এ বার প্রস্তুতি শেষ করার সময়সীমা চূড়ান্ত করে দেওয়া হয়েছে।

Advertisement

কমিশন নির্দেশ দিয়েছিল, গতবারের এসআইআর ধরে প্রতিটি রাজ্যের ভোটার তালিকা প্রকাশ করতে হবে। পশ্চিমবঙ্গ, দিল্লি-সহ কয়েকটি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর ইতিমধ্যে সেই কাজ শেষ করে ফেলেছে। বাকিদেরও দ্রুত তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে তারা। কমিশন জানিয়েছে, দিল্লিতে ২০০৮ সালে শেষ বার এসআইআর হয়েছিল। ২০০৬ সালে হয়েছিল উত্তরাখণ্ডে। এ ছাড়া দেশের বাকি রাজ্যগুলিতে ২০০২ থেকে ২০০৪ সালের মধ্যে শেষ বার এসআইআর হয়েছিল।

কমিশন সূত্রে খবর, দিল্লিতে হওয়া ওই বৈঠকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার মূল লক্ষ্য হিসাবে জানানো হয়েছে, ভোটার তালিকা থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বাদ দেওয়া। এর জন্য প্রত্যেক ভোটারের জন্মস্থান যাচাই করা হবে। ওই পদক্ষেপের নেপথ্যে কমিশনের মতে, সম্প্রতি একাধিক রাজ্যে বাংলাদেশ ও মায়ানমার থেকে আসা অনুপ্রবেশকারীর খোঁজ পাওয়া গিয়েছে। অনেকের নাম ভোটার তালিকায় রয়েছে এমন অভিযোগও এসেছে। ২০২৬ সালে পশ্চিমবঙ্গ ছাড়াও অসম, কেরল, পুদুচেরি এবং তামিলনাড়ুতে বিধানসভা ভোট রয়েছে। অনেকে মনে করছেন, ওই নির্বাচনের আগে কমিশনের এসআইআর করার সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement