Bihar Voter Card Revision

‘বিহারে বাড়িতে সন্ধান মেলেনি ৩৫ লক্ষের’

আসন্ন বাদল অধিবেশনে ভোটার তালিকা পরিমার্জনের বিষয়টি সরকারকে চাপে ফেলার অন্যতম অস্ত্র হিসেবে ব্যবহারের পরিকল্পনা নিয়েছে বিরোধী দলগুলি। ১৯ জুলাই তারা অনলাইনে বৈঠক করবে। সন্ধ্যা ৭টায় হওয়া ওই বৈঠকে থাকবেন তৃণমূলের প্রতিনিধিও।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৫ ০৬:৫৮
Share:

—প্রতীকী চিত্র।

তিন বার বাড়ি গিয়েও বিহারে প্রায় ৩৫ লক্ষ ভোটারের কোনও সন্ধান পাওয়া যায়নি বলে জানাল নির্বাচন কমিশন।

এ ছাড়া স্থায়ী ভাবে অন্য রাজ্যে স্থানান্তরিত হওয়া, মারা যাওয়া, একই নাম তালিকায় দু’বার উল্লেখ থাকা—সব মিলিয়ে বিহারে প্রায় ৭০ লক্ষ নাম এখন পর্যন্ত বাদ পড়ার মুখে। যা রাজ্যের মোট ভোটারের প্রায় আট শতাংশেরও বেশি। কংগ্রেসের অভিযোগ, তালিকা থেকে এ ভাবে তাড়াহুড়ো করে নাম বাদ দেওয়া বুঝিয়ে দিচ্ছে, কমিশন বিজেপির নির্দেশে কাজ করছে। এ দিকে, আজ কমিশন জানিয়েছে, ৫.৮ শতাংশ অর্থাৎ ৪৫.৮২ লক্ষ ফর্মের জমা পড়া বাকি রয়েছে।

আসন্ন বাদল অধিবেশনে ভোটার তালিকা পরিমার্জনের বিষয়টি সরকারকে চাপে ফেলার অন্যতম অস্ত্র হিসেবে ব্যবহারের পরিকল্পনা নিয়েছে বিরোধী দলগুলি। ১৯ জুলাই তারা অনলাইনে বৈঠক করবে। সন্ধ্যা ৭টায় হওয়া ওই বৈঠকে থাকবেন তৃণমূলের প্রতিনিধিও। কংগ্রেসের কে সি বেণুগোপাল বলেন, ‘‘ভোটারের কাগজ বাতিলের ক্ষমতা দেওয়া হয়েছে বুথ পর্যাযের আধিকারিকের হাতে। ফলে তালিকায় নাম থাকবে কি না তা নিয়ে সংশয়ে ভোটাররা।’’ তৃণমূল আরজেডি, এসপি-র সঙ্গে আলোচনা সেরে রেখেছে। কারণ, বিষয়টির সঙ্গে রাজ্যের বিধানসভা নির্বাচন জড়িয়ে রয়েছে।

এ ছাড়া, বাংলা বলার অপরাধে দেশ জুড়ে যে ভাবে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে, তা নিয়েও
সরব হবেন তৃণমূল নেতৃত্ব। দলের মতে, দু’টি বিষয় একই মুদ্রার এ পিঠ-ও পিঠ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন