Encounter in Jammu and Kashmir

গুলির লড়াই চলছে জম্মু-কাশ্মীরের উধমপুরে! নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাতে জঙ্গিরা

গুলির লড়াই জম্মু ও কাশ্মীরের উধমপুরে! বৃহস্পতিবার উধমপুর জেলার জঙ্গলে ঘেরা এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘাত শুরু হয়েছে বলে জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুন ২০২৫ ১১:২০
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

অমরনাথ যাত্রা শুরু হতে আর মাত্র এক সপ্তাহ বাকি। তার আগে গুলির লড়াইশুরু হল জম্মু-কাশ্মীরের উধমপুরে! বৃহস্পতিবার উধমপুর জেলার জঙ্গলে ঘেরা এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘাত শুরু হয়েছে বলে জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই।

Advertisement

নিরাপত্তা বাহিনী সূত্রে খবর, গোপন সূত্রে খবর পাওয়া গিয়েছিল, উধমপুরের বসন্তগড় গ্রামে কয়েক জন জঙ্গি লুকিয়ে রয়েছে। খবর পেয়ে বৃহস্পতিবার ভোরে আচমকা জঙ্গলে ঘেরা সেই গ্রামে হানা দেয় নিরাপত্তা বাহিনী ও পুলিশের যৌথ দল। চার দিক থেকে গ্রামটি ঘিরে ফেলা হয়। শুরু হয় চিরুনি তল্লাশি। অভিযোগ, তল্লাশি চলাকালীন নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে দেয় জঙ্গিরা। নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলি চালায়। তবে এখনও পর্যন্ত ওই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

নিরাপত্তা বাহিনীর হোয়াইট নাইট কোর নামের একটি এক্স হ্যান্ডলে বিবৃতি দিয়ে এই সংঘর্ষের খবরটি নিশ্চিত করেছে ভারতীয় সেনা। ওই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন বিহালি’। সেনার বিবৃতিতে বলা হয়েছে, ‘‘বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বসন্তগড়ের বিহালি এলাকায় একটি যৌথ তল্লাশি অভিযান শুরু করেছিল ভারতীয় সেনা এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ দল। সে সময় জঙ্গিদের সঙ্গে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযান এখনও চলছে। নিরাপত্তা বাহিনী এবং পুলিশ গোটা এলাকা ঘিরে রেখেছে। জঙ্গিদের কাউকে পালাতে দেওয়া হবে না।’’

Advertisement

এর আগে গত ২২ এপ্রিল এই জম্মু-কাশ্মীরেরই পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলা হয়েছিল। ওই ঘটনায় ২৬ জন নিহত হন। তার পরেই উপত্যকা জুড়ে বৃদ্ধি করা হয় নিরাপত্তা। কিন্তু সেই ঘটনার পর মাস দুয়েক যেতে না যেতেই আবারও সক্রিয় হয়েছে জঙ্গিরা। প্রসঙ্গত, আগামী ৩ জুলাই থেকে অমরনাথ যাত্রা শুরু হতে চলেছে। তার মাত্র এক সপ্তাহ আগেই এই সংঘর্ষের খবরে ফের প্রশ্নের মুখে পড়েছে নিরাপত্তা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement