অ্যাংলো-ইন্ডিয়ান সংরক্ষণ আর নয়

সংবিধান অনুযায়ী ২টি আসন লোকসভায় এবং ৯টি আসন রাজ্যের বিধানসভার জন্য সংরক্ষিত থাকে। সৌগতর কথায়, ‘‘এই বিলের মাধ্যমে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকেই আক্রমণ করা হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯ ০৩:০১
Share:

রবিশঙ্কর প্রসাদ।

অ্যাংলো-ইন্ডিয়ান সম্প্রদায়ের জন্য সংসদে আসন সংরক্ষণ চলছে গত ৭০ বছর ধরে। আগামী ২৫ জানুয়ারি থেকে এই ব্যবস্থার বিলোপ ঘটাতে একটি সংবিধান সংশোধনী বিল আজ লোকসভায় পেশ করেছেন আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তাঁর বক্তব্য, এই সম্প্রদায়ের মাত্র ২৯৬ জন রয়েছেন দেশে। লোকসভায় বিলটির বিরোধিতা করেন তৃণমূল সাংসদ সৌগত রায়।

Advertisement

সংবিধান অনুযায়ী ২টি আসন লোকসভায় এবং ৯টি আসন রাজ্যের বিধানসভার জন্য সংরক্ষিত থাকে। সৌগতর কথায়, ‘‘এই বিলের মাধ্যমে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকেই আক্রমণ করা হচ্ছে। রাজ্যের হাতে ক্ষমতা রয়েছে অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায় থেকে সদস্য বাছাই করার। কিন্তু এই কেন্দ্রের এই বিল আইনে পরিণত হলে তা আর থাকবে না।’’ তাঁর কথায়, ‘‘এই সংরক্ষণ আমাদের সংবিধান রচিত হওয়ার সময় থেকে রয়েছে। এখন সরকারের হঠাৎ মনে হয়েছে একে বন্ধ করতে হবে!’’ সৌগতবাবু বিলের বিরোধিতা করে তিনি নোটিস দিয়েছেন। কারণ এই বিল সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদের বিরোধী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন