National News

দুই মেয়েকে ধর্ষণে অভিযুক্ত বাবা! গ্রেফতার মুম্বইয়ের ফ্যাশন ডিজাইনার

চার সন্তানের বাবা ওই ফ্যাশন ডিজাইনারের বিরুদ্ধে প্রথমে মুখ খোলে তাঁরই বড় মেয়ে। ১৭ বছরের ওই কিশোরীর দাবি, বছর দুয়েক ধরেই তাঁকে ধর্ষণ করে চলেছেন বাবা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৮ ১৩:৩৫
Share:

প্রতীকী ছবি।

মেয়েদের দিনের পর দিন ধর্ষণ করতেন বাবা। মুম্বইয়ের এক ফ্যাশন ডিজাইনারের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ এনেছে তাঁরই দুই কিশোরী মেয়ে। ৪২ বছরের ওই ব্যক্তিকে সোমবার গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলাও রুজু করা হয়েছে। আগামী ১৩ এপ্রিল পর্যন্ত তাঁকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।

Advertisement

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মুম্বইয়ের বাকোলা এলাকার বাসিন্দা। চার সন্তানের বাবা ওই ফ্যাশন ডিজাইনারের বিরুদ্ধে প্রথমে মুখ খোলে তাঁরই বড় মেয়ে। ১৭ বছরের ওই কিশোরীর দাবি, বছর দুয়েক ধরেই তাঁকে ধর্ষণ করে চলেছেন বাবা। একাদশ শ্রেণির ওই ছাত্রীর আরও দাবি, গত নভেম্বরে তার ১৩ বছরের বোনের সঙ্গেও একই ঘটনা ঘটিয়েছেন তিনি। এ নিয়ে কাউকে কিছু বলতে বারণ করেছিলেন তিনি। এমনকী, তার তিন বছরের ভাইকেও মেরে ফেলার হুমকি দেন।

পুলিশের কাছে দেওয়া বয়ানে কিশোরীর অভিযোগ, অত্যাচারের বিষয়ে কাউকে কিছু জানালে তাদের পড়াশোনার খরচ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিল বাবা। এর পরই গত রবিবার গোটা বিষয়টা মাকে জানায় সে। কিশোরীর আরও দাবি, এ নিয়ে বাবার মুখোমুখি হলে মাকে মারধরও করেন তিনি। পরের দিন মেয়েদের নিয়ে বাকোলা থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তাঁর স্ত্রী।

Advertisement

আরও পড়ুন: টরন্টো থেকে ফিরেই বেঙ্গালুরুতে নিখোঁজ বাঙালি গবেষক

আরও পড়ুন: ওবর-এর সঙ্গে মোদীর প্রকল্প জুড়তে চায় চিন

অভিযুক্তের নাম প্রকাশ না করলেও বাকোলা থানার শীর্ষ আধিকারিক কৈলাসচন্দ অবহার জানিয়েছেন, ওই ব্যক্তির বিরুদ্ধে প্রোটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস (পকসো) আইন ছাড়াও একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তাঁর মেডিক্যাল টেস্টও করানো হবে। তা ছাড়া, দুই কিশোরীকে একটি হোমে পাঠানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement