গত জুন মাসে গুজরাতের অহমদাবাদে ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান। ওই দুর্ঘটনার বিচারবিভাগীয় তদন্তের দাবিতে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। —ফাইল চিত্র।
এয়ার ইন্ডিয়া বিমান বিপর্যয়ের ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবিতে মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে। ভেঙে পড়া ওই বিমানের নিহত পাইলট সুমিত সবরওয়ালের বাবা পুষ্করাজ সবরওয়াল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। কী ভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখতে একটি স্বতন্ত্র বিচারবিভাগীয় তদন্তের আর্জি জানিয়েছেন তিনি।
মামলাকারীদের তালিকায় প্রথম নাম রয়েছে সন্তানহারা পিতার। দ্বিতীয় নাম রয়েছে পাইলটদের সংগঠন ‘ফেডারেশন অফ ইন্ডিয়ান পাইলটস’-এর। বিমান বিপর্যয়ের তদন্তের জন্য আদালতের নজরদারিতে একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে মামলাকারী পক্ষ। সুপ্রিম কোর্টের কোনও অবসরপ্রাপ্ত বিচারপতি এবং স্বতন্ত্র বিশেষজ্ঞদের নিয়ে এই কমিটি গঠনের আর্জি জানানো হয়েছে।
গত ১২ জুন গুজরাতের অহমদাবাদে এয়ার ইন্ডিয়ার ওই বিমান দুর্ঘটনায় ২৬০ জনের মৃত্যু হয়। উড়ানের কিছু ক্ষণের মধ্যেই ভেঙে পড়ে বিমানটি। ওই ঘটনার তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ‘এয়ারক্র্যাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো’ (এএআইবি)। গত জুলাই মাসে তারা দুর্ঘটনার বিষয়ে একটি প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রকাশ করে। তাতে ককপিটে দুই পাইলটের কথোপকথনের একটি অংশের কথা উল্লেখ রয়েছে।
প্রাথমিক ওই রিপোর্টে উঠে এসেছে, বিমানের জ্বালানি সুইচ আচমকা বন্ধ হয়ে গিয়েছিল। তা নিয়ে দুই পাইলটের মধ্যে কথাও হয়েছিল। তখন পাইলটদের মধ্যে এক জন অপরকে প্রশ্ন করছেন, “কেন তুমি বন্ধ করে দিলে?” অপর জন উত্তর দেন, “আমি করিনি।” তবে কোন পাইলট কী বলেছিলেন, তা প্রাথমিক রিপোর্টে স্পষ্ট নয়। বর্তমানে যে তদন্ত চলছে, তা নিয়ে সন্তুষ্ট নন নিহত পাইলটের বাবা। তাঁর এবং অন্য মামলাকারীদের বক্তব্য, প্রকাশ্যে আসা রিপোর্টটিতে যে ভাবে পাইলটদের ‘ত্রুটি’র দিকে ইঙ্গিত করা হয়েছে, তা বিশ্বাস করা যায় না। পাশাপাশি এই দুর্ঘটনার নেপথ্যে অন্য যে পদ্ধতিগত সমস্যাগুলি থাকতে পারে, সেগুলিকে কোনও গুরুত্ব দেওয়া হয়নি বলেই অভিযোগ তাঁদের।