(বাঁ দিকে) প্রাক্তন প্রেমিকাকে ওড়নায় বাঁধছেন যুবক। (ডান দিকে) অভিযুক্ত আমন সোনকর। ছবি: সংগৃহীত।
বছরখানেক আগে ইনস্টাগ্রামে আলাপ। তার পর কিছু দিনের প্রেম। কিন্তু কয়েক দিন মেলামেশার পরে প্রেমিকা বুঝতে পারেন প্রেমিক ‘সুবিধার নন।’ অতএব, বিচ্ছেদ।
কিন্তু প্রেমিক ছাড়বার পাত্র নন। বছর খানেক পরে কার্যত হুমকি দিয়ে তরুণীকে ডেকে আনেন পার্কে। জোরাজুরি শুরু করেন বিয়ের জন্য। কিন্তু প্রাক্তন প্রেমিকা প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাঁরই ওড়না দিয়ে পার্কের বেঞ্চে তাঁকে বাঁধলেন নাছোড় যুবক। তার পর শাসানি, ‘‘তুমি আমার না হলে আর কারও হতে দেব না...।’’ তরুণীকে ওই ভাবে বাঁধা হচ্ছে দেখে কৌতূহলী হয়ে এগিয়ে যান অনেকে। শুরু হয় হইচই। বিপদ বুঝে দৌড়ে পালান যুবক। স্থানীয়েরা তাঁকে বাঁধনমুক্ত করার পরে থানায় গিয়েছেন তরুণী। পুলিশ এফআইআর দায়ের করেছে। তবে এখনও অভিযুক্তের খোঁজ মেলেনি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে।
১৮ বছরের তরুণী জানিয়েছেন, সমাজমাধ্যমে যুবকের সঙ্গে আলাপ হয়েছিল। প্রেমেও পড়েছিলেন। কিন্তু পরে তিনি জানতে পারেন প্রেমিক আদতে ‘সমাজবিরোধী’! বিভিন্ন অপরাধের অভিযোগে থানায় মামলাও রুজু হয়েছে তাঁর বিরুদ্ধে। তার পর প্রেমের সময় ঝগড়াঝাটি হলেই মেরে ফেলার হুমকি দিতেন তাঁকে। এ জন্য সম্পর্ক থেকে সরে এসেছিলেন তিনি। কিন্তু গত এক বছর ধরে নানা ভাবে তাঁর সঙ্গে যোগাযোগ করেন প্রাক্তন প্রেমিক আমন সোনকর। বার বার তাঁকে দেখা করার জন্য জোর করতেন। কিছুতেই রাজি না হওয়ায় শেষমেশ আসে হুমকি।
পুলিশের কাছে তরুণীর অভিযোগ, তাঁর কিছু ছবি ভাইরাল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন আমন। বলেছিলেন, বড় ক্ষতি করে দেবেন। তাই অনিচ্ছা সত্ত্বেও শুক্রবার সকালে একটি পার্কে ওই যুবকের সঙ্গে দেখা করতে যান তিনি। দেখা হওয়ার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি বিয়ে সেরে ফেলার প্রস্তাব দেন। তিনি ‘না’ বলতেই আমন বলেন, ‘‘অগর তুম মেরি নেহি হো সকতি, তো ম্যায় তুমহে কিসি অউর কি ভি নেহি হোনে দুঙ্গা। (যদি তুমি আমার না হও, তোমাকে আমি অন্য কারও হতে দেব না)।’’ তার পরেই তাঁর গলা থেকে ওড়না তুলে নিয়ে হাত বেঁধে দেন পার্কে। অভিযোগকারিণী আশঙ্কাপ্রকাশ করে বলেন, ‘‘ওই সময় লোকজন না এলে আমাকে মেরেই ফেলত ও।’’
পুলিশ জানিয়েছে, ওই তরুণী এবং তাঁর মায়ের অভিযোগের ভিত্তিতে যুবকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। তাঁর খোঁজে বাড়িতেও গিয়েছিল পুলিশের একটি দল। কিন্তু বাড়িতে পাওয়া যায়নি অভিযুক্তকে। যুবকের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে।