Operation Sindoor

উত্তর ভারতের একাধিক বিমানবন্দর বন্ধ, বাতিল বহু উড়ান, বিবৃতি এয়ার ইন্ডিয়া, স্পাইসজেট-সহ বিভিন্ন সংস্থার

বুধবার উত্তর ভারতের বহু বিমান বাতিল করে দেওয়া হয়েছে। অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করা হয়েছে বিমানবন্দর। আন্তর্জাতিক বিমানও অন্যত্র ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মে ২০২৫ ০৬:৩৬
Share:

উত্তর ভারতের একাধিক বিমান বাতিল করা হয়েছে। —ফাইল চিত্র।

ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর কারণে উত্তর ভারতের বহু বিমান বাতিল করে দেওয়া হয়েছে। অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করা হয়েছে বিমানবন্দর। আন্তর্জাতিক বিমানও অন্যত্র ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এই মর্মে যাত্রীদের সুবিধার্থে বিবৃতি জারি করেছে এয়ার ইন্ডিয়া, স্পাইসজেট, ইন্ডিগোর মতো ভারতীয় বিমান সংস্থাগুলি।

Advertisement

এয়ার ইন্ডিয়ার এক্স হ্যান্ডলে বলা হয়েছে, ‘‘সাম্প্রতিক পরিস্থিতিতে জম্মু, শ্রীনগর, লেহ, জোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় এবং রাজকোট থেকে বুধবার বেলা ১২টা পর্যন্ত সমস্ত বিমান বাতিল করা হয়েছে। এই বিমানবন্দরে যে বিমানগুলি নামার কথা ছিল, সেগুলিও আপাতত বাতিল থাকছে। অমৃতসরগামী দু’টি আন্তর্জাতিক বিমান দিল্লিতে অবতরণ করানো হবে। যাত্রীদের সমস্যার জন্য আমরা দুঃখিত।’’

স্পাইসজেট জানিয়েছে, ‘‘সাম্প্রতিক পরিস্থিতির কারণে ধর্মশালা, লেহ, শ্রীনগর, অমৃতসর-সহ উত্তর ভারতের একাধিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে ওই বিমানবন্দরগুলিতে বিমানের ওঠানামা প্রভাবিত হতে পারে। এই পরিস্থিতি মাথায় রেখে সকলকে যাত্রার পরিকল্পনা করতে অনুরোধ করা হচ্ছে।’’

Advertisement

ইন্ডিগোর পোস্টে বলা হয়েছে, ‘‘পরিবর্তিত পরিস্থিতির কারণে শ্রীনগর, জম্মু, অমৃতসর, লেহ, চণ্ডীগড়, ধর্মশালা থেকে আমাদের সমস্ত বিমান বাতিল করা হয়েছে। এই বিমানবন্দরগুলিতে আমাদের কোনও বিমান নামবেও না। বিমানবন্দরে পৌঁছোনোর আগে আপনারা বিমান সংক্রান্ত তথ্য নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে জেনে নিন।’’ পরে জোধপুর এবং বিকানেরের বিমান পরিষেবাও ব্যাহত হয়েছে বলে জানিয়েছে ইন্ডিগো।

পহেলগাঁওয়ে জঙ্গি হানায় ২৬ জনের মৃত্যুর পর পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাত হেনেছে ভারতীয় সেনাবাহিনী। অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। সেনার জানিয়েছে, মধ্যরাতে পাকিস্তানের জঙ্গিঘাঁটিগুলি ধ্বংস করা হয়েছে। ভারতের এই হামলাকে ‘বিনা প্ররোচনায় কাপুরুষোচিত হামলা’ বলে উল্লেখ করেছে পাকিস্তান। যোগ্য জবাব দেওয়ার কথাও জানিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement