Flyover in Patna

জুনে মাসে হয়েছিল উদ্বোধন! পটনায় ৪২২ কোটি টাকায় তৈরি সেই উড়ালপুলে ধরল ফাটল

উড়ালপুলে ফাটলের ছবি প্রকাশ্যে আসতেই নেট ব্যবহারকারীদের একাংশ আঙুল তুলেছেন নীতীশ সরকারের দিকে। দুর্নীতির অভিযোগ করেছেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২৫ ১৫:২৬
Share:

(বাঁ দিকে) উড়ালপুলে ফাটল। ডাবল ডেকার (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

জুন মাসে পটনায় চালু হয়েছিল উড়ালপুল। উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তিনি বলেছিলেন, এই উড়ালপুল আসলে ‘দৃষ্টিভঙ্গি’। পটনার ওই উড়ালপুল নির্মাণে খরচ হয়েছিল ৪২২ কোটি টাকা। এক মাস যেতেই ফাটল ধরল সেই উড়ালপুলে। সমাজমাধ্যমে সেই উড়ালপুলের একটি ভিডিয়ো পোস্ট করেছে সংবাদ সংস্থা এএনআই। তার পরেই শোরগোল পড়ে গিয়েছে। অনেকেই আঙুল তুলেছেন বিহারের সরকারের দিকে।

Advertisement

পটনার অশোক রাজপথ ধরে এই ডাবল ডেকার উড়ালপুল তৈরি করা হয়েছে। মূলত যানজট নিয়ন্ত্রণই ছিল উদ্দেশ্য। তিন স্তরীয় ট্রাফিক ব্যবস্থা রয়েছে উড়ালপুলে। একটি ডেক পটনা কলেজ থেকে বিএন কলেজ পর্যন্ত প্রসারিত। দ্বিতীয় ডেকটি কারগিল চক থেকে শতাব্দী দ্বার পর্যন্ত বিস্তৃত। ১১ জুন সেতু উদ্বোধন করে নীতীশ বলেছিলেন, ‘‘এটা সেতু নয়, দৃষ্টিভঙ্গি। সারা রাজ্যে নগর পরিকাঠামোর মডেল এই উড়ালপুল।’’

এ বার সেই উড়ালপুলে ফাটলের ছবি প্রকাশ্যে আসতেই নেট ব্যবহারকারীদের একাংশ আঙুল তুলেছেন নীতীশ সরকারের দিকে। দুর্নীতির অভিযোগ করেছেন তাঁরা। কেউ আবার আশঙ্কা প্রকাশ করেছেন যে, উড়ালপুলটি শীঘ্রই ভেঙে পড়বে। ভোটমুখী বিহারে এই নিয়ে তরজা তুঙ্গে। বিরোধীরাও সরব হয়েছে। প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় বিহারে ভারী বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টি এখনই থামছে না। পটনা, গয়াজি, জামুই, অওরঙ্গাবাদে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement