US Deportation to India

৪৮৭ জন অবৈধবাসীকে প্রত্যর্পণের নির্দেশ রয়েছে, মোদী সরকারকে জানিয়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন

বুধবার ১০৪ জন অবৈধবাসী ভারতীয়কে নিয়ে আমেরিকার একটি বিমান অমৃতসরে নামে। তার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে, ঠিক কত জন ভারতীয়কে এ ভাবে ফেরত পাঠানোর পরিকল্পনা করেছে ট্রাম্প প্রশাসন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫৯
Share:

অবৈধবাসী ভারতীয়দের ফেরত পাঠানোর (প্রথম দফায়) আগে আমেরিকার সেনাঘাঁটিতে। ছবি: এএফপি।

আমেরিকা থেকে অবৈধবাসী ভারতীয় নাগরিকদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম দফায় ১০৪ জন অবৈধবাসীকে আমেরিকা থেকে ভারতে পাঠানো হয়েছে। তবে ঠিক কত জন ভারতীয়কে ফেরত পাঠানো হবে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। শুক্রবার ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী জানান, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তাঁদের জানিয়েছে ৪৮৭ জন অবৈধবাসী ভারতীয় নাগরিককে চূড়ান্ত অপসারণ করা হবে!

Advertisement

বুধবার ১০৪ জন অবৈধবাসী ভারতীয়কে নিয়ে আমেরিকার একটি সামরিক বিমান অমৃতসরে নামে। তার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে, ঠিক কত জন ভারতীয়কে এ ভাবে ফেরত পাঠানোর পরিকল্পনা করেছে ট্রাম্প প্রশাসন। দ্বিতীয় বার হোয়াইট হাউসে ফিরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় কঠোর অভিবাসন নীতি প্রয়োগ করেছেন। বিভিন্ন দেশ থেকে আমেরিকায় যাওয়া অবৈধবাসীদের চিহ্নিত করে তিনি তাঁদের নিজ নিজ দেশে ফেরত পাঠাচ্ছেন। কঠোর করছেন সীমান্ত আইনও। ভারতীয়দের ক্ষেত্রেও একই নিয়ম বলবৎ করেছেন ট্রাম্প।

শুক্রবার ভারতের বিদেশসচিব বলেন, ‘‘আমেরিকায় ভারতীয় অভিবাসীদের সম্পর্কে আমাদের কাছে কিছু তথ্য রয়েছে। আমরা সেই তথ্যের ভিত্তিতে কাজ করছি। তবে মার্কিন প্রশাসনের তরফে আমাদের জানানো হয়েছে ৪৮৭ জন অবৈধবাসী ভারতীয় নাগরিককে চূড়ান্ত অপসারণ করা হবে।’’ তবে প্রথম দফায় যে ১০৪ জনকে ফেরত পাঠানো হয়েছে, তাঁদের ধরে ৪৮৭ জনের কথা বলা হয়েছে, না কি বাদ দিয়ে, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানোর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। অভিযোগ, তাঁদের নাকি হাতকড়া পরিয়ে, শিকলে বেঁধে বিমানে করে ভারতে নিয়ে আসা হয়। তার পর বিমান থেকে নামানোর আগে হাতকড়া এবং শিকল খুলে দেওয়া হয়েছিল! কেন এ ভাবে ভারতীদের পাঠানো হবে, তা নিয়ে প্রশ্ন ওঠে। যদিও এ ব্যাপারে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ‘‘বিতাড়িত অবৈধবাসীদের সঙ্গে যাতে কোনও দুর্ব্যবহার না করা হয় তা নিশ্চিত করতে ভারত সরকার আমেরিকার সঙ্গে যোগাযোগ রেখেছিল।’’ সেই সঙ্গে জানান, মহিলা ও শিশুদের শিকল-হতাকড়া পরানো হয়নি। বিমানে শৌচাগার ব্যবহারেরও অনুমতি দেওয়া হয়েছে অবৈধবাসীদের। তবে জয়শঙ্করের সাফাইয়ের পরেও থামেনি বিতর্ক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement