IndiGo flight

যান্ত্রিক বিঘ্ন! আধ ঘণ্টা ধরে বিমানে আটকে রইলেন ছত্তীসগঢ়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী বঘেল এবং অন্য যাত্রীরা

দিল্লি থেকে রায়পুরগামী বিমানে বিপত্তি! এ বার ইন্ডিগোর একটি বিমানে প্রায় আধ ঘণ্টা ধরে আটকে থাকলেন ভূপেশ বঘেল-সহ অন্য যাত্রীরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুন ২০২৫ ১৯:৪০
Share:

ইন্ডিগোর বিমান। —প্রতীকী চিত্র।

বিমানে গোলযোগের জন্য এ বার বিপাকে পড়লেন ছত্তীসগঢ়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভূপেশ বঘেল। রায়পুরে অবতরণের পরে প্রায় আধ ঘণ্টা ধরে বিমানের ভিতরেই বসে থাকতে হল তাঁকে। সূত্রের খবর, সফল ভাবে অবতরণের পরেও যান্ত্রিক ত্রুটির কারণে বিমানের দরজা খুলছিল না। ফলে অন্য যাত্রীদের সঙ্গে বিমানে আটকে পড়েন বঘেলও।

Advertisement

সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’র প্রতিবেদন অনুসারে, ঘটনাটি ঘটেছে দিল্লি থেকে রায়পুরগামী ইন্ডিগোর একটি বিমানে। উড়ান সংস্থার ৬ই ৬৩১২ বিমানে বঘেল ছাড়াও ছিলেন ছত্তীসগঢ়ের সরাইপালির কংগ্রেস বিধায়ক চতুরী নন্দ এবং রায়পুরের মেয়র মীনল চৌবে। বুধবার দুপুর ২টো ২৫ মিনিট নাগাদ রায়পুর বিমানবন্দরে নিরাপদেই অবতরণ করে বিমানটি। কিন্তু বিপত্তি দেখা দেয় যাত্রীদের বিমান থেকে নামার সময়। যান্ত্রিক ত্রুটির জন্য বিমানের দরজা খুলছিল না। প্রায় আধ ঘণ্টা বিমানের ভিতরে আটকে থাকেন বঘেল-সহ অন্য যাত্রীরা। যদিও পরে বিমানের দরজা খোলে এবং সকলে নিরাপদে বাইরে বেরিয়ে আসেন।

এই ঘটনার প্রসঙ্গে উড়ান সংস্থার তরফে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে সূত্রের খবর, বিমানকর্মীরা মূল দরজা খোলার চেষ্টা করেও শুরুতে ব্যর্থ হন। বিমানের কেবিনের স্ক্রিনে ‘নো সিগনাল’ লেখা দেখাচ্ছিল বলে খবর। পরে বঘেল বলেন, “বিমানের দরজায় কিছু প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছিল। প্রায় আধ ঘণ্টা ধরে চেষ্টা করার পরে অবশেষে দরজাটি খোলে এবং যাত্রীরা নিরাপদে বেরিয়ে আসেন।”

Advertisement

গত বৃহস্পতিবার দুপুর ১টা ৩৮ মিনিটে অহমদাবাদের সর্দার বল্লভভাই পটেল বিমানবন্দর থেকে উড়েছিল এয়ার ইন্ডিয়ার লন্ডনের গ্যাটউইকগামী বিমান। ওড়ার এক মিনিটের মধ্যেই অহমদাবাদের মেঘানিনগরে ভেঙে পড়ে সেটি। বিমানে সওয়ার ২৪২ জনের মধ্যে ২৪১ জনেরই মৃত্যু হয়। এর পরে গত মঙ্গলবার যান্ত্রিক গোলযোগের কারণে এক দিনে বাতিল এয়ার ইন্ডিয়ার সাতটি বিমান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement