রাজ্যপালকে চিঠি জেলিয়াংয়ের

রাজনৈতিক টানাপড়েন শুরু হয়েছিল শুক্রবার থেকে। শাসক এনপিএফের কয়েক জন বিধায়ক কাজিরাঙার রিসর্টে জেলিয়াংকে ক্ষমতায় ফেরানোর কৌশল ঠিক করতে বসেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জুলাই ২০১৭ ০৩:৪৮
Share:

হারানো কুর্সি ফিরে পেতে মাঠে নামলেন নাগাল্যান্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী টি আর জেলিয়াং। তাঁর সঙ্গে ৩৪ জন বিধায়কের সমর্থন রয়েছে— শনিবার রাতে রাজ্যপাল পদ্মনাভ বালকৃষ্ণ আচার্যের কাছে এমনই দাবি করে চিঠি পাঠালেন তিনি। চিঠিতে ছিল বিধায়কদের স্বাক্ষরও। তার পরিপ্রেক্ষিতে গত রাতে জেলিয়াংকে অর্থনৈতিক উপদেষ্টার পদ থেকে বরখাস্ত করেন বর্তমান মুখ্যমন্ত্রী সুরহোজেলি লিঝিৎসু।

Advertisement

রাজনৈতিক টানাপড়েন শুরু হয়েছিল শুক্রবার থেকে। শাসক এনপিএফের কয়েক জন বিধায়ক কাজিরাঙার রিসর্টে জেলিয়াংকে ক্ষমতায় ফেরানোর কৌশল ঠিক করতে বসেন।

রবিবার সকাল থেকে রাজ্যপাল ও নাগাল্যান্ড বিধানসভার স্পিকারের দফতরে দফায় দফায় পৌঁছয় দুই শিবিরের বিধায়কদের চিঠি। ৬০ আসনের বিধানসভায় এনপিএফের ৪৭ জন বিধায়ক রয়েছেন। মুখ্যমন্ত্রী তথা এনপিএফ সভাপতি লিঝিৎসু স্পিকারকে চিঠি পাঠিয়ে জানিয়েছেন, দলে বিদ্রোহকে উস্কানি দেওয়ায় জেলিয়াং, ওয়াই প্যাটন, ইমকং ইমচেন, কাইতো আয়ে-সহ ৭ মন্ত্রী-বিধায়ককে বরখাস্ত করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement