Madhya Pradesh Unnatural Death

মধ্যপ্রদেশে আত্মঘাতী একই পরিবারের চার সদস্য, কারণ নিয়ে ধোঁয়াশা, তদন্তে পুলিশ

দুই সন্তান এবং বৃদ্ধা মায়ের সঙ্গে আত্মঘাতী হলেন মধ্যপ্রদেশের এক যুবক। শনিবার ভোরে বমির আওয়াজ পেয়ে অ্যাম্বুল্যান্স ডেকে আনেন প্রতিবেশীরা। বাড়িতেই মৃত্যু হয় দু’জনের। পরে মৃত্যু হয় বাকি দু’জনেরও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৫ ১৫:০০
Share:

মধ্যপ্রদেশে আত্মঘাতী একই পরিবারের চার সদস্য, কারণ নিয়ে ধোঁয়াশা। —ফাইল চিত্র।

মধ্যপ্রদেশের সাগর জেলায় কীটনাশক সালফাস ট্যাবলেট খেয়ে আত্মঘাতী হলেন একই পরিবারের চার সদস্য। মৃতেরা হলেন মনোহর লোধী (৪৫), তাঁর বৃদ্ধা মা ফুলরানি লোধী (৭০), দুই সন্তান শিবানী (১৮) এবং অঙ্কিত (১৬)। শনিবার ভোরে মনোহরের প্রতিবেশীরা বমি করার শব্দ পান। সঙ্গে সঙ্গে অ্যাম্বুল্যান্স আনা হয়। বাড়িতেই মৃত্যু হয় ফুলরানি এবং অঙ্কিতের। হাসপাতালে চিকিৎসা চলার সময় মৃত্যু হয় শিবানীর। আর এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তরের সময় অ্যাম্বুল্যান্সেই মারা যান মনোহর।

Advertisement

সাগরের জেলাসদর থেকে ১২ কিলোমিটার দূরে তেহর গ্রামে থাকতেন মনোহরেরা। তাঁরা কী কারণে সপরিবারে আত্মঘাতী হলেন, তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মনোহরের স্ত্রী কয়েক দিন আগেই বাপের বাড়ি গিয়েছিলেন। পারিবারিক বিবাদ না অন্য কোনও কারণে চার জন আত্মঘাতী হলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।

মধ্যপ্রদেশের খুরাইয়ের সিভিল হাসপাতালের চিকিৎসক জানান, চার জনই সালফাস ট্যাবলেট খেয়েছিলেন। চার জনকেই ওই হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা দু’জনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি দু’জনকে সাগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। তার আগেই মৃত্যু হয় তাঁদের। খুরাই থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক যোগেন্দ্রসিংহ ডাঙ্গি জানিয়েছেন, কী কারণে চার জন আত্মহত্যার পথ বেছে নিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement