Ghaziabad Murder

সমাজমাধ্যমে বন্ধুর প্রেমিকাকে অনুসরণ, দোকানে ডেকে খাওয়ানোর পর সেই বন্ধুকে খুন কিশোরের

পুলিশ সূত্রে খবর, বন্ধুর প্রেমিকাকে সমাজমাধ্যমে ‘ফ্রেন্ড রিকোয়েস্ট’ পাঠিয়েছিল এক কিশোর। কেন প্রেমিকাকে অনুসরণ করছে, এই প্রশ্ন তুলে বন্ধুর সঙ্গে বচসা জুড়ে দেয় সে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৫ ১৭:৫৭
Share:

প্রতীকী ছবি।

বন্ধুর হাতে খুন হতে হল আর এক বন্ধুকে। উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদের ঘটনা।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বন্ধুর প্রেমিকাকে সমাজমাধ্যমে ‘ফ্রেন্ড রিকোয়েস্ট’ পাঠিয়েছিল এক কিশোর। কেন প্রেমিকাকে অনুসরণ করছে, এই প্রশ্ন তুলে বন্ধুর সঙ্গে বচসা জুড়ে দেয় সে। তার পরই ছুরি বার করে আচমকা তার উপর হামলা চালায়। একের পর এক কোপ বসিয়ে দেয় কিশোর। ঘটনাস্থলেই মৃত্যু হয় কিশোরের। এই ঘটনায় মূল অভিযুক্ত-সহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, কিশোরকে প্রথমে ডেকে আনা হয়। একটি দোকানে বসে ওই কিশোর এবং তার তিন বন্ধু খাওয়াদাওয়া করে। তার পর কিশোরকে নিয়ে অন্য একটি জায়গায় নিয়ে যায় তার তিন বন্ধু। অভিযোগ, দু’জন ওই কিশোরের হাত ধরে। আর এক জন কিশোরের বুকে, পেটে ছুরি দিয়ে কোপায়। তার পর কিশোরকে মাঠে ফেলে রেখে পালিয়ে যায়। পথচারীরা রক্তাক্ত অবস্থায় কিশোরকে পড়ে থাকতে দেখেন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

এই ঘটনার পর অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে অভিযুক্ত তিন কিশোরকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে খবর। তাদের কাছ থেকে একটি ছুরিও উদ্ধার হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement