Gwalior Incident

‘প্রাক্তন প্রেমিক’-এর জন্মদিনের পার্টির ভিডিয়ো পোস্ট, রেগে স্ত্রীকে প্রকাশ্যে গুলি স্বামীর

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিন চারেক আগে অরবিন্দের স্ত্রী নন্দিনী ফেসবুকে একটি ভিডিয়ো পোস্ট করেন। ভিডিয়োটি ছিল নন্দিনীর প্রাক্তন প্রেমিক অঙ্কুশ পাঠকের জন্মদিন পার্টির। সেই পার্টিতে নন্দিনীও উপস্থিত ছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২৬
Share:

(বাঁ দিকে) স্ত্রী নন্দিনী পরিহারকে খুনের অভিযোগ গ্রেফতার স্বামী অরবিন্দ (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

‘প্রাক্তন প্রেমিক’-এর জন্মদিনে স্ত্রীর যাওয়া পছন্দ হয়নি। ফেসবুকে পোস্ট করা ভিডিয়ো দেখার পর রেগে প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গ্বালিয়রে। প্রথমে অভিযুক্তের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। যদিও পরে তদন্তে নেমে জানতে পারে অভিযুক্ত মৃতার স্বামী অরবিন্দ পরিহার।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিন চারেক আগে অরবিন্দের স্ত্রী নন্দিনী ফেসবুকে একটি ভিডিয়ো পোস্ট করেন। ভিডিয়োটি ছিল অঙ্কুশ পাঠকের জন্মদিন পার্টির। সেই পার্টিতে নন্দিনীও উপস্থিত ছিলেন। পরিবার সূত্রে খবর, বিয়ের আগে নন্দিনীর সঙ্গে সম্পর্ক ছিল অঙ্কুশের। অঙ্কুশের জন্মদিনে নন্দিনীর যাওয়া মেনে নিতে পারেনি অরবিন্দ। সেই রাগেই রাস্তার মাঝে গুলি করে স্ত্রীকে খুন করলেন অরবিন্দ।

জানা গিয়েছে, ২০২৩ সালে অরবিন্দ এবং নন্দিনীর বিয়ে হয়। কিন্তু বিয়ের কয়েক দিন পর থেকেই দু’জনর সম্পর্কে চিড় ধরে। অশান্তির কারণ অরবিন্দের বিবাহ বহির্ভূত সম্পর্ক। তার পরেই বিষয়টি থানায় গড়ায়। অরবিন্দের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নন্দিনী। অভিযোগ, নন্দিনীকে গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করেন অরবিন্দ। সেই অভিযোগের পর অরবিন্দকে গ্রেফতার করে পুলিশ। পরে জেল থেকে ছাড়া পাওয়ার পেয়ে আবার নন্দিনীকে হয়রানি করার অভিযোগ ওঠে অরবিন্দের বিরুদ্ধে।

Advertisement

গত মঙ্গলবার পুলিশ সুপারের অফিসে অরবিন্দের নামে অভিযোগ দায়ের করেন। পরে সাংবাদিকদের সামনে নন্দিনী জানান, অরবিন্দ নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তাঁর অশ্লীল ছবি বানিয়ে সমাজমাধ্যমে পোস্ট করেন। শুক্রবার নন্দিনী যখন অঙ্কুশ এবং তাঁর এক বন্ধুর সঙ্গে রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন তাঁদের পথ আটকান অরবিন্দ। আচমকাই নন্দিনীকে লক্ষ্য করে পর পর গুলি করেন তিনি। পরে পুলিশ তাঁকে গ্রেফতার করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement