General Elections 2019

রং দে তু মোহে গেরুয়া...

উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, মোদী ঝড়ে বেসামাল সারা দেশ। আগের থেকে আরও শক্তি বাড়িয়ে ফের দিল্লির মসনদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বসা এখন শুধু সময়ের অপেক্ষা। দেশের রং এখন আক্ষরিক অর্থেই গেরুয়া।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ মে ২০১৯ ১৫:২৫
Share:
০১ ১০

উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, মোদী ঝড়ে বেসামাল সারা দেশ। আগের থেকে আরও শক্তি বাড়িয়ে ফের দিল্লির মসনদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বসা এখন শুধু সময়ের অপেক্ষা। দেশের রং এখন আক্ষরিক অর্থেই গেরুয়া।

০২ ১০

বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত ছিল। আজ, বৃহস্পতিবার লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হতেই বোঝা গেল দেশের মানুষ নরেন্দ্র মোদীর সরকারেই আস্থা রাখলেন।

Advertisement
০৩ ১০

গেরুয়া ঝড়ে বেসামাল হিন্দি-বলয়। গুজরাত, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, ছত্তীসগঢ়, বিহার— সর্বত্রই কার্যত বিরোধীশূন্য পরিস্থিতি।

০৪ ১০

উত্তরপ্রদেশ যার, দেশ তার। এ রকম একটা কথা প্রচলিত রয়েছে রাজনীতিতে। বিজেপিকে থামাতে গড়া হয়েছিল মহাজোট। তাতেও লাভ হল না। বিজেপির দাপটে অখিলেশ-মায়াবতীর মহাজোটও বড় ধাক্কা খেল।

০৫ ১০

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান নিয়ে আর কোনও ধোঁয়াশা থাকল না। সর্বত্রই শাসক তৃণমূলকে টক্কর দিয়ে এই রাজ্যে নিজের খুঁটি আরও শক্ত করল গেরুয়া শিবির। লাফিয়ে বাড়ল ভোট শেয়ার।

০৬ ১০

দিল্লিতেও আকাশে বাতাসে গেরুয়ার দাপট। এখানেও কংগ্রেস ও আম আদমি পার্টিকে ধরাশায়ী করল বিজেপি।

০৭ ১০

অসম-সহ দেশের উত্তরপূর্বেও নিজের দাপট অক্ষুণ্ণ রাখল বিজেপি।

০৮ ১০

দক্ষিণে কর্নাটকেও কংগ্রেস-জেডিইউ শিবিরকে বিপর্যস্ত করে উঠল গেরুয়া ঝড়। ইয়েদুরাপ্পার দাপটে কার্যত কোনঠাসা সিদ্দারামাইয়া, এইচ ডি কুমারস্বামীরা।

০৯ ১০

বিজেপি-শিবসেনার দাপটে মহারাষ্ট্রে উড়ছে গেরুয়া আবির।

১০ ১০

অকংগ্রেসি প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীই প্রথম, যিনি পর পর দু’ বার ক্ষমতায় আসতে চলেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement