National News

ছুটি কাটানোর ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন? আড়ালে আছে আয়কর দফতর

দামি খাবার খান? দামি গাড়ি চড়ে ঘোরেন? আর সেই সমস্ত ছবি আপলোড করেন সোশ্যাল মিডিয়ায়? এমনকী সেই ভিডিওর লাইক আর কমেন্টের বন্যা দেখে আপনার ‘দিল খুশ’ও হয়!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৭ ২১:৪১
Share:

বেড়াতে গিয়ে বিলাসবহুল রিসর্টে থাকেন? দামি খাবার খান? দামি গাড়ি চড়ে ঘোরেন? আর সেই সমস্ত ছবি আপলোড করেন সোশ্যাল মিডিয়ায়? এমনকী সেই ভিডিওর লাইক আর কমেন্টের বন্যা দেখে আপনার ‘দিল খুশ’ও হয়!

Advertisement

সেটাই স্বাভাবিক। নাহ! আপনার এই অভ্যাস নিয়ে আপত্তির কিছুই নেই। তবে নিজের আয় আয়কর দফতরের কাছ থেকে গোপন করার অভ্যাস থাকলে, সাবধান। কারণ, এ বার সোশ্যাল মিডিয়ায় আপনার আপলোডেড ছবির উপর নজর রাখবে আয়কর দফতর।

আরও পড়ুন: আয়কর রিটার্নের সময়সীমা বাড়ল ৫ অগস্ট পর্যন্ত

Advertisement

আয়কর দফতর সূত্রে খবর, এ বার থেকে কর ফাঁকি রুখতে আগামী মাস থেকেই এই নতুন নজরদারি ব্যবস্থা আনা হবে। পুরনো প্রক্রিয়ায় শুধুমাত্র ব্যাঙ্কের কাছ থেকেই তথ্য সংগ্রহ করা হয়। কিন্তু এ বার থেকে আয়কর দফতরের সতর্ক চোখ ঘোরাফেরা করবে করপ্রদায়ী ব্যক্তির সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেও। মিলিয়ে দেখা হবে, আয়কর দফতরের কাছে দেওয়া আয় সংক্রান্ত তথ্যের সঙ্গে তাঁর সোশ্যাল কার্যকলাপ মিলছে কি না।

আরও পড়ুন: ফ্লিপকার্টের সঙ্গে নয়, একাই পথ চলবে স্ন্যাপডিল

সোশ্যাল মিডিয়ায় নজরদারির জন্য ১ হাজার কোটি টাকা খরচ করে ‘প্রোজেক্ট ইনসাইট’ তৈরি করা হয়েছে। বিশ্বের বৃহত্তম বায়ামেট্রিক আইডেন্টিটি এই ডেটাবেস দিয়েই নজরদারি চালাবে আয়কর দফতর। এই নতুন পদ্ধতি এলে আয়কর দফতরের চোখ এড়ানো আরও কঠিন হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement