National News

অস্বস্তির কাঁটা নিয়েই গুজরাতে ক্ষমতায় ফিরল বিজেপি

সোমবার সকাল ৮টা থেকে ভোটগণনা শুরু হয়। একটা সময়ে প্রায় সমানে সমানে টক্কর চলছিল বিজেপি এবং কংগ্রেসের মধ্যে

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৭ ০১:৩০
Share:

জয়ের পর বিজেপি সমর্থকরা। গুজরাতে সোমবার। ছবি এপি।

ব্যবধান কমিয়ে গুজরাতে বিজেপিকে সমানে সমানে টক্কর কংগ্রেসের। খুব সম্ভবত এ বার দু’অংকের আসন নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে নরেন্দ্র মোদী-অমিত শাহদের।

Advertisement

১০৮ থেকে নেমে এখনও পর্যন্ত ৯৯-এ নেমে গিয়েছে গুজরাতের ফল। কংগ্রেসের জিম্মায় এখন রয়েছে ৮০টি আসন।

গতবার, অর্থাৎ ২০১২-র বিধানসভা নির্বাচনে ১১৫টি আসন পেয়েছিল বিজেপি। অন্য দিকে, ২০১২-র বিধানসভা নির্বাচনে ৬১টি আসন পেয়েছিল কংগ্রেস। অন্যান্যরা পেয়েছে ২টি আসন। ফলে ষষ্ঠবারের জন্য ক্ষমতায় এলেও একটা অস্বস্তির কাঁটা থেকেই যাচ্ছে বিজেপির।

Advertisement

সোমবার সকাল ৮টা থেকে ভোটগণনা শুরু হয়। একটা সময়ে প্রায় সমানে সমানে টক্কর চলছিল বিজেপি এবং কংগ্রেসের মধ্যে। নির্বাচনের ফলাফল দাঁড়ায় বিজেপি ৭৫ এবং কংগ্রেস ৭৪। তার পর অবশ্য অনেকটা এগিয়ে যায় বিজেপি। পরে ফের কমতে শুরু করে ব্যবধান। তার পরই এখনও গণনা চলছে।

এখনও পর্যন্ত নির্বাচনের ফল অনুযায়ী, পশ্চিম রাজকোটে জয়ী হয়েছেন মুখ্যমন্ত্রী বিজয় রুপাণী (বিজেপি), মহেসনায় জয়ী উপমুখ্যমন্ত্রী নিতিন পটেল (বিজেপি), ভাবনগর পশ্চিমে জয়ী হয়েছেন জিতু বাঘাণী (বিজেপি)। আবার দাভোই, পোরবন্দর, রাধনপুর, মাণ্ডবীতে জয়ী হয়েছে কংগ্রেস।

আরও পড়ুন:
গুজরাত মডেল: বাজনা আর বাস্তবে কিন্তু বিস্তর ফারাক
‘হিন্দু মানে ত্রাস নয়, বিশ্বাসটা ফিরিয়ে দিয়েছিল কলকাতা’

গুজরাতের ভোট গণনার প্রতি মুহূর্তের আপডেট পেতে এখানে নজর রাখুন:

• মনিনগরে জয়ী বিজেপি প্রার্থী পটেল সুরেশভাই ধনজিভাই।

• পশ্চিম রাজকোটে জিতে গেলেন বিজয় রুপাণী।

• হিমাচল এবং গুজরাত, দুই রাজ্যেই সরকার গড়ছি, জানালেন স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিংহ।

• গুজরাত এবং হিমাচলে জয়ের সম্ভাবনা স্পষ্ট হতেই ‘ভিকট্রি সাইন’ দেখিয়ে পার্লামেন্টে ঢুকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

• ১০,০০০ ভোটে এগিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী বিজয় রুপাণী।

• পাতিদারের এলাকা বলে পরিচিত সৌরাষ্ট্রে অনেকটা এগিয়ে রয়েছে কংগ্রেস।

• এই মুহূর্তে মাণ্ডবীতে ১৫,৫০০ ভোটে এগিয়ে রয়েছে কংগ্রেস।

• পশ্চিম রাজকোটে ৪০০০ ভোটে এগিয়ে বিজয় রুপাণী।

• সকাল সাড়ে ৯টা। এখনও পর্যন্ত যা হিসাব তাতে বিজেপি ৮৫টি আসনে এগিয়ে এবং কংগ্রেস ৮২টিতে।

• রাধনপুর, পশ্চিম রাজকোট, মাণ্ডবীতে এগিয়ে কংগ্রেস।

• সকাল ৯টা। অনেকটাই এগিয়ে বিজেপিকে প্রায় ধরে ফেলল কংগ্রেস। বিজেপি ৭৫, কংগ্রেস ৭৪।

• সকাল ৮টা ৫৬ মিনিট। এখনও পর্যন্ত ফলাফল বিজেপি ৬৯, কংগ্রেস ৩৪।

• পশ্চিম রাজকোটে এগিয়ে মুখ্যমন্ত্রী বিজয় রুপাণী।

• সকাল সাড়ে ৮টা। ৫৬টি আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস এগিয়ে ৩২টিতে।

• সকাল ৮টায় শুরু হয়ে গেল ভোট গণনা

• গুজরাত বিধানসভার মোট আসনসংখ্যা ১৮২

• গত ৯ এবং ১৪ ডিসেম্বর দু’দফায় ভোট হয়েছে গুজরাতে

• ২০১২ সালের ভোটে ১১৫ আসনে জিতে ক্ষমতায় এসেছিল বিজেপি, কংগ্রেস পেয়েছিল ৬১ আসন

গুজরাত নির্বাচন নিয়ে সব খবর পড়তে এখানে ক্লিক করুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন