ONDC fire

ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ড সুরতের ওএনজিসি প্ল্যান্টে, হতাহতের খবর নেই

বৃহস্পতিবার ভোর ৩টে নাগাদ আগুন লাগে। আগুনের জেরে পার্শ্ববর্তী এলাকাগুলি কালো ধোঁয়ায় ভরে গিয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

সুরত শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২০ ০৮:১৯
Share:

সুরতের ওএনজিসি প্ল্যান্টে জ্বলছে আগুন। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

দাউ দাউ করে আগুন জ্বলে উঠল গুজরাতের সুরতের অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন (ওএনজিসি) প্ল্যান্টে। জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর ৩টে নাগাদ আগুন লাগে। অগ্নিকাণ্ডের জেরে কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি।

দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেছিল। এই ভয়াবহ আগুনের জেরে পার্শ্ববর্তী এলাকাগুলি কালো ধোঁয়ায় ভরে গিয়েছে।

Advertisement

প্ল্যান্টের ভিতর একটি গ্যাস পাইপলাইন ফেটে যাওয়ার জেরেই এই আগুন লেগেছিল। পাইপ ফেটে যাওয়ায় বিস্ফোরণও হয়। যারা জেরে বিকট শব্দে কেঁপে ওঠে চারপাশ।প্ল্যান্টের ১০ কিলোমিটার দূরেও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে দাবি স্থানীয়দের। সুরতের কালেক্টর ধবল পটেল এ ব্যাপারে বলেছেন, ‘‘ভোর ৩টে নাগাদ পর পর তিনটে বিস্ফোরণ ঘটে প্ল্যান্টের মধ্যে। তার পরই ছড়িয়ে পড়ে আগুন। এখনও অবধি কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে দমকল বাহিনী রয়েছে।’’ ওএনজিসি-র অফিসাররাও সেখানে কাজ করছেন বলে জানিয়েছেন তিনি।

ওএনজিসির তরফে জানানো হয়েছে, প্ল্যান্টের আগুন এখন নিয়ন্ত্রণে। এই আগুনের জেরে কারও প্রাণহানি বা আহত হওয়ার ঘটনা ঘটেনি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন