Zakia Jafri

২০০২-এর গুজরাত দাঙ্গায় নিহত কংগ্রেস সাংসদ এহসান জাফরির স্ত্রী জ়াকিয়া প্রয়াত, বয়সজনিত কারণে মৃত্যু

সংবাদ সংস্থা পিটিআইকে পুত্র তনভীর বলেন, ‘‘অহমদাবাদে বোনের বাড়িতে গিয়েছিল মা। সকালে উঠে সকলের সঙ্গে স্বাভাবিক ভাবেই কথা বলেন। তার পর অসুস্থ বোধ করতে থাকেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০৮
Share:

জ়াকিয়া জাফরি। ফাইল চিত্র।

২০০২ সালের গুজরাত দাঙ্গায় নিহত কংগ্রেস সাংসদ এহসান জাফরির স্ত্রী জ়াকিয়া জাফরির মৃত্যু হল। শনিবার অহমদাবাদে বয়সজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পুত্র তনভীর জাফরি। বয়স হয়েছিল ৮৬ বছর।

Advertisement

সংবাদ সংস্থা পিটিআইকে তনভীর বলেন, ‘‘অহমদাবাদে বোনের বাড়িতে গিয়েছিল মা। সকালে উঠে সকলের সঙ্গে স্বাভাবিক ভাবেই কথা বলেন। তার পর অসুস্থ বোধ করতে থাকেন। চিকিৎসক ডাকা হয়। সকাল সাড়ে ১১টা নাগাদ মৃত্যু হয় তাঁর।’’

২০০২ সালের ২৮ ফেব্রুয়ারি, গুজরাত দাঙ্গার সময় আমদাবাদের গুলবর্গ সোসাইটিতে ৬৯ জনকে হত্যা করা হয়েছিল। বাড়ি থেকে টেনে বার করে এনে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছিল কংগ্রেস সাংসদ এহসান জাফরিকেও। তাঁর স্ত্রী জ়াকিয়া জাফরির অভিযোগ ছিল, লাগাতার যোগাযোগ করার চেষ্টার পরও পুলিশ-প্রশাসনের কাছ থেকে সে দিন কোনও সাড়া মেলেনি। তখন গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী। তাঁর বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছিলেন এহসান জাফরির বিধবা স্ত্রী জ়াকিয়া জাফরি। যদিও ঘটনার তদন্তে নেমে মোদীকে ক্লিনচিট দিয়েছিল বিশেষ তদন্তকারী দল (সিট)।

Advertisement

সিট-এর ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নিম্ন আদালতে গিয়েছিলেন জ়াকিয়া জাফরি। ওই মামলায় তাঁকে আগাগোড়াই সাহায্য করেছে মানবাধিকার কর্মী তিস্তা শীতলবাদের স্বেচ্ছাসেবী সংস্থা ‘জাস্টিস অ্যান্ড পিস’। নরেন্দ্র মোদীকে ক্লিনচিট দেওয়ার বিরুদ্ধে গুজরাত হাই কোর্টেও আবেদন জানিয়েছিলেন জ়াকিয়া জাফরি। কিন্তু ২০১৪ সালে তাঁর আবেদন খারিজ করে দেওয়া হয়। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন প্রয়াত কংগ্রেস সাংসদের স্ত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement