Insect

Bizarre: শরীরের উপরিভাগ পুরোটাই খেয়ে ফেলেছে ছত্রাক, সেই অবস্থাতেও হেঁটেচলে বেড়াচ্ছে পোকা!

পোকাটি সিসাডা। পোকাটির শরীরে বাসা বেধেছিল মাসোসপোরা নামে এক জাতীয় ছত্রাক।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২২ ১৫:২৫
Share:

আধখাওয়া শরীর নিয়েই হেঁটে চলেছে পোকা। ছবি সৌজন্য টুইটার।

দেহের উপরিভাগের পুরোটাই খেয়ে ফেলেছে ছত্রাকে। পেটের ভিতরের কোনও কিছুই অবশিষ্ট নেই। সেই অবস্থাতেই হেঁটেচলে বেড়াতে দেখা গেল একটি পোকাকে। এই দৃশ্য যাঁরাই দেখেছেন চমকে উঠেছেন।

Advertisement

পোকাটি সিসাডা। পোকাটির শরীরে বাসা বেঁধেছিল মাসোসপোরা নামে এক জাতীয় ছত্রাক। ধীরে ধীরে সেটি সিসাডার পুরো দেহটি খোকলা করে দিয়েছে। কিন্তু তার পরেও পোকাটি বেঁচে রয়েছে কী ভাবে তা দেখেই স্তম্ভিত হয়েছেন অনেকেই।

এই ধরনের ছত্রাক সাধারণত কীটপতঙ্গের শরীরে বাসা বাঁধে। সেই ছত্রাক যে রাসায়নিক নিঃসরণ করে, সেই রাসায়নিকই ছত্রাকের আশ্রয়দাতার শরীরকে ধীরে ধীরে গলিয়ে দেয়। এই সিসাডার ক্ষেত্রেও একই ঘটেছে।

Advertisement

মাসিমো নামে একটি টুইটার অ্যাকাউন্টে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। এক কোটি বার ভিডিয়োটি দেখা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন