Haryana Police ADG Death

পুলিশকর্তার মৃত্যু: হরিয়ানার নতুন ডিজি ওপি সিংহ, প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের জামাইবাবু

হরিয়ানার অতিরিক্ত স্বরাষ্ট্রসচিব সুমিতা মিশ্র সিংহ মঙ্গলবার এক বিবৃতি জারি করে জানিয়েছেন, ডিজি শত্রুজিৎকে ছুটিতে পাঠানো হয়েছে। নতুন ডিজি হিসাবে ওপি সিংহকে দায়িত্ব দিয়েছেন রাজ্যপাল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ ১৭:৩৩
Share:

(বাঁ দিকে) হরিয়ানার নতুন ডিজি ওপি সিংহ। (ডান দিকে) প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত। ছবি: সংগৃহীত।

হরিয়ানা পুলিশের নতুন ডিজি হলেন ওপি সিংহ। ডিজি শত্রুজিৎ সিংহের জায়গায় তাঁকে আনা হয়েছে। হরিয়ানা পুলিশের অতিরিক্ত ডিজি (এডিজি) ওয়াই পূরণ কমারের মৃত্যুর ঘটনায় ডিজি শত্রুজিৎ কপূরের নাম উঠে আসতেই মঙ্গলবার তাঁকে ছুটিতে পাঠানো হয়। তার পরই সেই পদে নিয়োগ করা হয়েছে ওপি সিংহকে। ঘটনাচক্রে, নতুন ডিজি আবার প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের জামাইবাবু।

Advertisement

হরিয়ানার অতিরিক্ত স্বরাষ্ট্রসচিব সুমিতা মিশ্র সিংহ মঙ্গলবার এক বিবৃতি জারি করে জানিয়েছেন, ডিজি শত্রুজিৎকে ছুটিতে পাঠানো হয়েছে। নতুন ডিজি হিসাবে ওপি সিংহকে দায়িত্ব দিয়েছেন রাজ্যপাল। বিহারের জামুইয়ের বাসিন্দা ওপি সিংহ ১৯৯২ ব্যাচের আইপিএস অফিসার। হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের বিশেষ উপদেষ্টা ছিলেন ওপি সিংহ। এ ছাড়াও অম্বালা, পঞ্চকুলার পুলিশ কমিশনার এবং হিসার রেঞ্জের ইনস্পেক্টর জেনারেল (আইজিপি), রেওয়ারি রেঞ্জের আইজি হিসাবেও কাজ করেছেন।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর চণ্ডীগড়ের বাড়ি থেকে এডিজি পূরণের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। তাঁর বাড়ি থেকে আট পাতার একটি চিঠি উদ্ধার হয়েছে। সেখানে ডিজি, রোহতকের পুলিশ সুপার-সহ ১৬ জন আইপিএস, আইএএসের বিরুদ্ধে অভিযোগ তুলে গিয়েছেন। সেই ঘটনা ঘিরে রাজ্য এবং এমনকি দেশীয় রাজনীতি উত্তপ্ত। দু’দিন আগেই রোহতকের পুলিশ সুপার বিজার্নিয়াকে বদলি করে রাজ্য প্রশাসন। ডিজি শত্রুজিৎকে মঙ্গলবার ছুটিতে পাঠানো হয়েছে। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে ওপি সিংহকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement