ভক্ত লালুর কথায় অনুষ্ঠানে রাজি ‘ড্রিমগার্ল’

কলেজে ছাত্রনেতা থাকার সময়েই হেমা মালিনীর প্রতি আকর্ষণ ছিল। এক সময়ে নাকি বিহারের সড়ককে হেমা মালিনীর গালের মতো চকচকে করে দেওয়ার কথাও বলেছিলেন লালুপ্রসাদ।

Advertisement

দিবাকর রায়

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০১৬ ০৩:০৯
Share:

কলেজে ছাত্রনেতা থাকার সময়েই হেমা মালিনীর প্রতি আকর্ষণ ছিল। এক সময়ে নাকি বিহারের সড়ককে হেমা মালিনীর গালের মতো চকচকে করে দেওয়ার কথাও বলেছিলেন লালুপ্রসাদ। রাজনৈতিক ভাবে এখন দু’জন ভিন্ন মেরুতে। কিন্তু ‘ফ্যান’ ‘লালু’র ডাকে সাড়া দিয়ে পটনাতে অনুষ্ঠান করতে আসছেন ‘ড্রিমগার্ল’। সৌজন্যে বিহার সরকার ও রাজ্যের একটি বণিকসভা।

Advertisement

আগামী কাল গাঁধী ময়দান লাগোয়া শ্রীকৃষ্ণ মেমোরিয়াল হলে দীপাবলি মিলন সমারোহ উপলক্ষে হেমা মালিনীর দলের নৃত্যানুষ্ঠান ‘দ্রৌপদী’ অনুষ্ঠিত হবে। এই প্রথম পটনায় অনুষ্ঠান করছেন হেমা। সেখানে সপরিবার হাজির থাকার কথা আরজেডি প্রধানের।

ঘনিষ্ঠদের মতে, ১৯৭০ সালে দেবানন্দ-হেমামালিনীর ‘জনি মেরা নাম’ মুক্তি পায়। সেই সিনেমার বিখ্যাত গান ‘ও মেরি রাজা’র শ্যুটিং হয়েছিল নালন্দায়। সেই শ্যুটিং দেখার পর থেকেই হেমার প্রতি টান বেড়ে যায় লালুপ্রসাদের। তবে এ ঘটনার সত্যতা নিয়ে অবশ্য কখনওই প্রকাশ্যে মুখ খোলেননি আরজেডি প্রধান। তবে ঘনিষ্ঠ মহলে হেমার প্রতি আকর্ষণের কথা বিভিন্ন সময়ে জানিয়েছেন তিনি।

Advertisement

এখন লালুপ্রসাদের বিরোধী রাজনৈতিক দল বিজেপিতে রীতিমতো তারকা নেত্রী হেমা মালিনী। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে মথুরা থেকে জিতেছেন তিনি। বিভিন্ন সময়ে দলের হয়ে বিহারে নির্বাচনী প্রচারও করেছেন তিনি। লালুপ্রসাদের রাজনীতির বিরুদ্ধে সরব হয়েছেন। কিন্তু দু’জনের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক কখনও তিক্ত হয়নি।

২০০৫ সালে লালুপ্রসাদ রেলমন্ত্রী থাকার সময়ে এক বার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিজেকেই তাঁর ‘ফ্যান’ বলে উল্লেখ করেছিলেন হেমা। উত্তরে নিজস্ব কায়দায় লালুপ্রসাদ জানিয়েছিলেন, তিনি হেমামালিনীর ‘এয়ার কন্ডিশনার।’ সে নিয়ে খুব রসিকতা হয়েছিল সংবাদমাধ্যমে।

আরজেডি সূত্রে খবর, দীপাবলি মিলন সমারোহে অনুষ্ঠান করতে হেমাকে প্রস্তাব দিতে লালুকে অনুরোধ করেন বণিকসভার কর্তারা। লালুপ্রসাদের প্রস্তাব পেয়ে রাজি হয়ে যান ডিমগার্ল।

আরজেডি সূত্রে জানা গিয়েছে, স্ত্রী রাবড়ী দেবীকে নিয়েই অনুষ্ঠানে যাবেন লালুপ্রসাদ। তাঁর সঙ্গে দুই ছেলে তেজস্বী এবং তেজপ্রতাপ যাদবও হাজির থাকবেন। থাকার কথা রয়েছে মেয়ে মিশা ভারতীরও। এ ছাড়া থাকবেন রাজ্যের এক গুচ্ছ মন্ত্রী-বিধায়ক। লালুপ্রসাদ বলছেন, ‘‘বণিকসভার সদস্যদের অনুরোধেই হেমাজিকে ডাকা হয়েছে। আমি অনুষ্ঠানে থাকব। রাজনীতি ছাড়াও হেমাজির একটা পরিচয় আছে। সেটা ভুললে চলবে না।’’ এর পরেই হাসতে হাসতে অন্য প্রসঙ্গে চলে যান তিনি। ঘনিষ্ঠরা জানাচ্ছেন, ‘ড্রিমগার্লে’র প্রতি আকর্ষণ এখনও কমেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement