মানিকের জীবনযাত্রা নিয়ে প্রশ্ন হিমন্তের

বিজেপি নেতা সুনীল দেওধরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘মাই হোম ইন্ডিয়া’-র উদ্যোগে আয়োজিত এই উৎসবের মূল লক্ষ্যই ছিল, দক্ষিণ অসমে বসবাসকারী ত্রিপুরার ভোটারদের কাছে টানা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০১৮ ০৩:৪৩
Share:

ত্রিপুরার বাম সরকারের মুখ্যমন্ত্রী মানিক সরকারের জীবনযাত্রা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্য নির্বাচনের ভারপ্রাপ্ত বিজেপি নেতা তথা অসম মন্ত্রিসভার সেকেন্ড-ইন-কম্যান্ড হিমন্তবিশ্ব শর্মা। তাঁর কথায়, ‘‘ত্রিপুরার বাইরে মানিক সরকার অত্যন্ত সহজ সরল জীবনযাত্রার ‘মুখ্যমন্ত্রী’ হিসেবেই পরিচিত। লোকে জানে, তিনি নিরাপত্তা রক্ষী ছাড়া চলাফেরা করেন। রিকশা থেকে নেমে ব্যাগ হাতে বাজারে ঢোকেন। কেউ শুনেছেন, তাঁর স্ত্রী একদিনের জন্যও সরকারি গাড়িতে চড়েননি। রিকশা করে অফিসে যাতায়াত করেন। তবে সবই শোনা কথা। কেউ দেখেননি।’’ দীর্ঘদিন ধরেই সহজ-সরল জীবনযাত্রার জন্য গোটা দেশের সব মহলের শ্রদ্ধা আদায় করেছেন মানিক সরকার। ত্রিপুরায় ভোটে জিততে সেই জীবনযাত্রা নিয়েই প্রশ্ন তোলা শুরু করেছে বিজেপি। শনিবার শিলচরের ‘ত্রিপুরা উৎসব’-এ হিমন্ত বলেন, ‘‘আমিও দূর থেকে বহু কথা শুনতাম।’’ তাঁর বক্তব্য, মানিকবাবুকে রিকশায় চড়তে দেখেছেন এমন কোনও মানুষ তিনি ত্রিপুরায় খুঁজে পাননি। তাঁর দাবি, বরং ঘন ঘন ত্রিপুরায় গিয়ে তিনি মানিকবাবুকে হেলিকপ্টারে চড়তেই বেশি দেখছেন।

Advertisement

বিজেপি নেতা সুনীল দেওধরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘মাই হোম ইন্ডিয়া’-র উদ্যোগে আয়োজিত এই উৎসবের মূল লক্ষ্যই ছিল, দক্ষিণ অসমে বসবাসকারী ত্রিপুরার ভোটারদের কাছে টানা। হিমন্ত বলেন, ‘‘কাজের মানুষদের এক সূত্রে বাঁধতে পারলেই উত্তর-পূর্বের উন্নয়ন নিশ্চিত। এর আগে অরুণাচল, মণিপুর, অসমের মানুষ তা বুঝেছেন। এ বার ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডের তা বোঝার পালা।’’

ত্রিপুরা থেকে শিলচরে আসা লোকেদের জন্য ‘ত্রিপুরা ভবন’ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন হিমন্ত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement