ইন্ডিগো বিপর্যয়ের ফলে যাত্রীদুর্ভোগ অব্যাহত। — ফাইল চিত্র।
ইন্ডিগো বিপর্যয়ে দিল্লি হাই কোর্টের প্রশ্নের মুখে পড়ল কেন্দ্রীয় সরকার। ইন্ডিগোর একের পর এক উড়ান বাতিলকে ‘সঙ্কট’ বলে উল্লেখ করছে আদালত। আর এই সঙ্কটে কেন্দ্রের ভূমিকার সমালোচনা করল হাই কোর্ট। ইন্ডিগো বিপর্যয়ের মধ্যে অন্য বিমানসংস্থাগুলির ভাড়া বৃদ্ধির বিষয়ে উদ্বেগপ্রকাশ করেছে আদালত। বিমানসংস্থাগুলি টিকিটের ভাড়া ৪০ হাজার পর্যন্ত বাড়িয়ে দিল, আর তা নিয়ন্ত্রণ করতে কেন্দ্রের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তোলে দিল্লি হাই কোর্ট।
বুধবার দিল্লি হাই কোর্টের বিচারপতি গেদেলার বেঞ্চে ইন্ডিগো মামলার শুনানি ছিল। সেই শুনানিতে কেন্দ্রকে বিচারপতির প্রশ্ন, ‘‘যদিও কোনও সঙ্কট দেখা দেয়, তা হলে অন্য বিমানসংস্থাগুলিকে কী ভাবে সুবিধা নেওয়ার অনুমতি দিতে পারে? কী ভাবে বিমানভাড়া ৩৫-৪০ হাজার পর্যন্ত বাড়তে পারে? কী এমন ঘটতে পারে?’’
বিপর্যয় মোকাবিলায় কেন্দ্রের ভূমিকার প্রশংসা করলেও কেন এমন পরিস্থিতি তৈরি হল, তা নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। বিচারপতি গেদেলে কেন্দ্রের উদ্দেশে বলেন, ‘‘আমরা আপনাদের প্রচেষ্টার প্রশংসা করি। কিন্তু এমন কেন পরিস্থিতি তৈরি হল, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এটি কোনও বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের নয়, অর্থনীতির বড় ক্ষতি। যাত্রীরা হয়রানির শিকার হয়েছেন।’’ তার পরেই আদালত জানতে চায়, ‘‘যাত্রীদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য কী পদক্ষেপ করা হয়েছিল?’’ শুধু তা-ই নয়, পরিষেবা প্রদানকারী কর্মী যাতে দায়িত্বশীল আচরণ করেন, তা নিশ্চিত করতে কী কী পদক্ষেপ করা হয়েছে, তা-ও জানতে চায় আদালত। অবিলম্বে যাত্রীদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে পদক্ষেপ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
বিপর্যয় মোকাবিলায় কী কী পদক্ষেপ করা হয়েছে, তা আদালতে পড়ে শোনান কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল। সব শুনে বিচারপতি আবারও বলেন, ‘‘সঙ্কট শুরু হওয়ার পরেই আপনারা সব ব্যবস্থা নিয়েছেন কিন্তু কেন এই পরিস্থিতি তৈরি হল?’’ আদালত আরও প্রশ্ন তোলে, কেন পাইলটদের উপর অতিরিক্ত কাজ চাপানো হয়েছিল। দিল্লি হাই কোর্ট জানতে চায়, প্রতিরোধে কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে।
ইন্ডিগো বিপর্যয়ের পর কেন্দ্র বেশ কিছু পদক্ষেপ করেছে। অন্য বিমানসংস্থাগুলির ভাড়া বাড়ানোর বিষয় প্রকাশ্যে আসার পরই পদক্ষেপ করে কেন্দ্র। ভাড়া বেঁধে দেয়। এ ছাড়াও বিপর্যয়ের কারণ, ইন্ডিগোর ভূমিকা খতিয়ে দেখতে চার সদস্যের কমিটিও গঠন করা হয়েছে। দুর্ভোগে পড়া যাত্রীদের ভাড়া ফেরতের নির্দেশও দিয়েছে কেন্দ্র।