মোদীর তানসেন যোগ!

এক জনসভায় মোদীর দাবি, এই তানসেনই তাঁর সঙ্গে রেওয়ার যোগসূত্র।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৮ ০২:৪৯
Share:

মধ্যপ্রদেশের রেওয়ার সঙ্গে নিজের যোগাযোগের কাহিনি শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গীতজ্ঞ তানসেনের জন্মস্থান রেওয়া। সেখানে এক জনসভায় মোদীর দাবি, এই তানসেনই তাঁর সঙ্গে রেওয়ার যোগসূত্র। বক্তৃতায় তিনি বলেন, এক বার দীপক রাগ গাইছিলেন তানসেন। তাতে শুধু যে প্রদীপ জ্বলে উঠেছিল তা নয়, তানসেনের শরীরেও আগুন লেগে যায়। তখন কেউ তাঁকে জানায়, গুজরাতের ভাডনগরে তানা ও রিরি নামে দু’টি মেয়ে সুন্দর গান গায়। তারা এর পরে মল্লার রাগ গাইলে বৃষ্টি নামে। তানসেনও শান্ত হন। ‘‘তানা-রিরির গ্রাম ভাডনগরেই আমার গ্রাম, সেখানে আমার জন্ম,’’ বলেন মোদী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement