National News

গৃহহীনরা আধার পাবেন কী ভাবে? কেন্দ্রকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বিচারপতি মদন বি লোকুর এবং বিচারপতি দীপক গুপ্তের বেঞ্চ বুধবার আধার সংক্রান্ত এই প্রশ্ন তুলেছে। সরকারের তরফে একাধিক বার জানানো হয়েছে, বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আধার কার্ড থাকা জরুরি।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০১৮ ২৩:০৪
Share:

আধার নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্ন অস্বস্তি আরও বাড়াল কেন্দ্রে। —ফাইল চিত্র।

ফের আধার প্রসঙ্গে সরকারকে খোঁচা দিল সুপ্রিম কোর্ট। যে ভারতীয় নাগরিকরা গৃহহীন, তাঁরা আধার পাবেন কোথা থেকে? আর যদি আধার না পান, তা হলে সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা মিলবে কী ভাবে? কেন্দ্রীয় সরকারের কৌঁসুলিকে প্রশ্ন করল দুই বিচারপতির বেঞ্চ। গৃহহীনদের কি আর নাগরিক হিসেবে স্বীকারই করছে না ভারত সরকার? সওয়াল-জবাবে উঠে এল এমন প্রশ্নও।

Advertisement

বিচারপতি মদন বি লোকুর এবং বিচারপতি দীপক গুপ্তের বেঞ্চ বুধবার আধার সংক্রান্ত এই প্রশ্ন তুলেছে। সরকারের তরফে একাধিক বার জানানো হয়েছে, বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আধার কার্ড থাকা জরুরি। আর এ দিন সুপ্রিম কোর্টকে সরকারি কৌঁসুলি জানান, আধার কার্ড পাওয়ার জন্য স্থায়ী ঠিকানা থাকা বাধ্যতামূলক। তার প্রেক্ষিতেই দুই বিচারপতির বেঞ্চ প্রশ্ন তোলে, যে নাগরিকরা গৃহহীন অর্থাৎ যাঁদের স্থায়ী ঠিকানা নেই, তাঁরা কি তা হলে সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হবেন? ‘‘এর অর্থ হল, তাঁরা (গৃহহীন নাগরিকরা) দেশের সরকারের কাছে অস্তিত্বহীন,’’ মন্তব্য শীর্ষ আদালতের।

সর্বোচ্চ আদালতের এই সব প্রশ্নের জবাব সন্তোষজনক ভাবে এ দিন দিতে পারেননি অতিরিক্ত সলিসিটর জেনারেল তথা সরকারি কৌঁসুলি তুষার মেহতা। গৃহহীনদের জন্য আধারের ব্যবস্থা করার বিষয়ে ইউআইডিএআই কর্তৃপক্ষ কী ভাবছে, তা আাদালতকে জানানোর জন্য তিনি সময় চেয়ে নেন আদালতের কাছ থেকে।

Advertisement

আরও পড়ুন:

সিঙ্গল ব্র্যান্ড রিটেলে ১০০ শতাংশ এফডিআই এ বার সরকারি অনুমোদন ছাড়াই

আবার নতুন বন্দোবস্ত, আধার নম্বরের বদলে ১৬ অঙ্কের ভার্চুয়াল নম্বর

বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প এবং কল্যাণমূলক প্রকল্পের সঙ্গে আধার সংযুক্তিকরণ যে অত্যন্ত জরুরি, তা আদালতকে বোঝানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে কেন্দ্র। ঠিক সেই সময়েই সর্বোচ্চ আদালত ফের গুরুতর প্রশ্ন তুলে দিল সরকারি প্রকল্পের সঙ্গে আধার সংযুক্তিকরণের নির্দেশের যৌক্তিকতা নিয়ে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন