Disproportionate Case

মধ্যপ্রদেশে আবগারি দফতরের অবসরপ্রাপ্ত আধিকারিকের বাড়িতে উদ্ধার নগদ কয়েক কোটি টাকা, সোনার গয়না

লোকায়ুক্ত পুলিশের ডেপুটি পুলিশ সুপার সুনীল তালান জানিয়েছেন, বুধবার ইনদওর এবং গ্বালিয়রের সাতটি জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ১৮:২৩
Share:

আবগারি আধিকারিকের বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকা, গয়না। ছবি: সংগৃহীত।

মধ্যপ্রদেশে আবগারি দফতরের অবসরপ্রাপ্ত এক আধিকারিকের বাড়িতে লোকায়ুক্ত পুলিশের তল্লাশি অভিযানে নগদ কয়েক কোটি টাকা এবং গয়না উদ্ধার হল। তাঁর বিরুদ্ধে আয়-বহির্ভূত সম্পত্তির অভিযোগ ওঠে। সেই অভিযোগ পাওয়ার পরই তল্লাশিতে নামে পুলিশ।

Advertisement

লোকাযুক্ত পুলিশের ডেপুটি পুলিশ সুপার সুনীল তালান জানিয়েছেন, বুধবার ইনদওর এবং গ্বালিয়রের সাতটি জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়। সেই তালিকায় ছিল অবসরপ্রাপ্ত আবগারি আধিকারিক ধর্মেন্দ্র সিংহ ভাদোড়িয়ার বাড়িও। গত ৩১ অগস্ট অবসর নেন ভাদোড়িয়া। তিনি আলিরাজপুরের আবগারি আধিকারিক ছিলেন। ১৯৮৭ সালে চাকরিতে যোগ দেন।

পুলিশ জানিয়েছে, ভাদোড়িয়ার বিরুদ্ধে অনেক দিন ধরেই আয়-বহির্ভূত সম্পত্তির অভিযোগ উঠছিল। ভাদোড়িয়ার ইনদওরের বাড়িতে তল্লাশি অভিযান চালানোর সময় সেখান থেকে নগদ কয়েক কোটি টাকা, চার কেজি সোনা, সাত কেজি রুপো এবং বিদেশি মুদ্রা উদ্ধার হয়েছে। শুধু তা-ই নয়, বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি, ঘড়ি, বিদেশি সুগন্ধী, একটি রিভলভার উদ্ধার হয়েছে। তদন্তকারীরা জানতে পেরেছেন, ভাদোড়িয়ার আরও বাড়ি এবং জমি রয়েছে। সেগুলির খোঁজ চালানো হচ্ছে। তাঁর একটি ঠিকানা থেকে মোট সাড়ে ১৮ কোটি টাকার সম্পত্তি উদ্ধার হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement