National News

প্রিয়ঙ্কা ‘ইমোশনাল ব্ল্যাকমেলার’, পোস্টার পড়ল রায়বরেলীতে

উত্তরপ্রদেশের রায়বরেলীতে বিভিন্ন জায়গায় এ ধরনের শয়ে শয়ে পোস্টারে ছেয়ে গিয়েছে। সোমবার সকাল হতে দেখা গিয়েছে, ওই সব পোস্টারে প্রিয়ঙ্কাকে ‘ইমোশনাল ব্ল্যাকমেলার’ হিসাবে উল্লেখ করা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

রায়বরেলী শেষ আপডেট: ২২ অক্টোবর ২০১৮ ২০:০৯
Share:

শুধুমাত্র ভোটের প্রচারেই রায়বরেলীতে দেখা যায় প্রিয়ঙ্কাকে? —ফাইল চিত্র।

ভোটের সময়ই তাঁর দেখা মেলে। ভোট কুড়োতে রায়বরেলী এসে মানুষের আবেগ নিয়ে খেলা করেছেন। ‘ইমোশনাল ব্ল্যাকমেলার’ ছাড়া আর কিছুই নন তিনি। কোনও বিরোধী দলের আক্রমণের সারমর্ম নয়। এমন পোস্টার পড়ল সনিয়া গাঁধীর লোকসভা কেন্দ্র রায়বরেলীর অলিগলিতে। আক্রমণের লক্ষ্য অবশ্য সনিয়া নন, তাঁর মেয়ে প্রিয়ঙ্কা গাঁধী বঢ়রা।

Advertisement

উত্তরপ্রদেশের রায়বরেলীতে বিভিন্ন জায়গায় এ ধরনের শয়ে শয়ে পোস্টারে ছেয়ে গিয়েছে। সোমবার সকাল হতে দেখা গিয়েছে, ওই সব পোস্টারে প্রিয়ঙ্কাকে ‘ইমোশনাল ব্ল্যাকমেলার’ হিসাবে উল্লেখ করা হয়েছে। আক্ষরিক অর্থেই এক রাতের মধ্যে ওই পোস্টারগুলি সাঁটিয়ে দেওয়া হয়েছে শহরের ত্রিপুলা স্কোয়্যার, হরদাসপুরের মতো ব্যস্ত জায়গায়। তাতে প্রিয়ঙ্কাকে ‘নিখোঁজ’ বলে উল্লেখ করে লেখা হয়েছে, ‘ম্যাডাম প্রিয়ঙ্কা বঢ়রা লাপাতা’। কয়েকটি পোস্টারে লেখা হয়েছে, প্রিয়ঙ্কার শেষ বার রায়বরেলীতে আসার পর দীর্ঘ সময় কেটে গিয়েছে। তার পর থেকে সেখানে নানা বিপর্যয় ঘটেছে, কিন্তু প্রিয়ঙ্কার দেখা মেলেনি। উঞ্চাহারের এনটিপিসি-তে বিস্ফোরণ বা হরচাঁদপুরের ট্রেন দুর্ঘটনা সত্ত্বেও সেখানে যাননি প্রিয়ঙ্কা।

এমনকি, কংগ্রেসের দখলে থাকা বোরোর মানুষজনের কাছেও পৌঁছনোর চেষ্টা করেননি তিনি। ভোটের আগেই বার বার তাঁর মা সনিয়ার জন্য রায়বরেলীতে এসেছেন প্রিয়ঙ্কা। কেবলমাত্র ভোট পাওয়ার জন্যই মানুষের আবেগ নিয়ে খেলা করেছেন প্রিয়ঙ্কা। পোস্টারগুলির লেখায় এ ধরনের ক্ষোভও ঝরে পড়েছে।

Advertisement

প্রিয়ঙ্কার ছবি-সহ ওই পোস্টারে জানতে চাওয়া হয়েছে, ফের কবে রায়বরেলীতে পা রাখবেন তিনি? নবরাত্রি, দুর্গা পুজো বা দশেরাতে প্রিয়ঙ্কার দেখা না মিললেও ইদে কি প্রিয়ঙ্কার আসবেন রায়বরেলীতে? জানতে চাওয়া হয়েছে ওই পোস্টারগুলিতে।

আরও পড়ুন: গ্রেফতার আস্থানা-ঘনিষ্ঠ ডিএসপি, আরও বিপাকে সিবিআইয়ের দু’নম্বর

আরও পড়ুন: মন্দির বন্ধের শেষ দিনেও উত্তেজনা শবরীমালায়

গোটা ঘটনায় অবশ্য বিরোধীদের নোংরা রাজনীতির ছায়া দেখছে কংগ্রেস। দলীয় নেতৃত্বের দাবি, ২০১৯-এ কংগ্রেস ক্ষমতায় আসার সম্ভাবনায় ভীত তারা। রায়বরেলী জেলা কংগ্রেস সভাপতি ভি কে শুক্ল জানিয়েছেন, এর যোগ্য জবাব দেবেন তাঁরা। আপাতত, পোস্টারকাণ্ডের পিছনে কার বা কাদের হাত রয়েছে, তা খতিয়ে দেখতে স্থানীয় প্রশাসনকে অনুরোধ করেছেন শুক্ল।

(কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাত থেকে মণিপুর - দেশের সব রাজ্যের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন