— প্রতিনিধিত্বমূলক চিত্র।
ফের বিমানবন্দরে বোমা হামলার হুমকি! উড়ো মেলে হুমকিবার্তা পেতেই আতঙ্ক ছড়াল হায়দরাবাদ বিমানবন্দরে। শনিবার ভোরে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটনাটি ঘটেছে। সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে তড়িঘড়ি অবতরণ বাতিল করে ঘুরিয়ে দেওয়া হয়েছে ইন্ডিগো-র একটি বিমানের মুখ।
হায়দরাবাদ বিমানবন্দরের কর্তৃপক্ষ জানিয়েছেন, শনিবার ভোর সাড়ে ৫টা নাগাদ তাঁরা ইমেল মারফত একটি বোমা হামলার হুমকিবার্তা পান। মেলে দুই জঙ্গি সংগঠন এলটিটিই এবং আইএস-এর নাম উল্লেখ করা ছিল। সঙ্গে হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছিল, কিছু ক্ষণেই অবতরণ করতে চলা ইন্ডিগোর বিমানে এই দুই জঙ্গিগোষ্ঠীর সদস্যেরা রয়েছেন। বিমান অবতরণ করামাত্র বিস্ফোরণে উড়ে যেতে পারে গোটা বিমানবন্দর। এই বার্তা পেয়েই তড়িঘড়ি পদক্ষেপ করেন বিমানবন্দর কর্তৃপক্ষ। ইন্ডিগোর ওই বিমানের মুখ ঘুরিয়ে দেওয়া হয়। শেষ পর্যন্ত অবশ্য ওই বিমান মুম্বইয়ে নিরাপদে অবতরণ করেছে।
বিমানবন্দরের এক কর্তা জানিয়েছেন, শনিবার ভোর ৫টা ২৫ মিনিটে বিমানবন্দরের অপারেশনস্ কন্ট্রোল সেন্টার (এপিওসি)-র কাছে একটি হুমকি ইমেল আসে। পাপিতা রাজন নামে এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে পাঠানো ওই মেলে লেখা ছিল, ‘‘যে করে হোক হায়দরাবাদ বিমানবন্দরে ইন্ডিগো ৬৮-এর অবতরণ আটকান।’’ মেলে আরও লেখা ছিল, এলটিটিই এবং আইএস-এর সদস্যেরা ওই বিমানে রয়েছেন। বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্কে মাইক্রোবটের সাহায্যে বড়সড় বিস্ফোরণের ছক কষেছেন তাঁরা। ১৯৮৪ সালে মাদ্রাজ বিমানবন্দরে বিস্ফোরণের ধাঁচে এই বোমা হামলা হবে। কোথায় বিস্ফোরক রাখা আছে, সে সম্পর্কে বিশদ বিবরণও দেওয়া ছিল সেই মেলে। এর পরেই দ্রুত পদক্ষেপ করেন বিমাবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দর চত্বরে নিরাপত্তাও বাড়ানো হয়। তবে কোনও দুর্ঘটনা ঘটেনি। যাত্রীরাও সকলে নিরাপদে রয়েছেন।