Journalists Arrested at Hyderabad

তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর সমালোচনায় ভিডিয়ো ঘিরে বিতর্ক, গ্রেফতার দুই সাংবাদিক, প্রশ্নে প্রশাসনের ভূমিকা

তেলঙ্গনার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সমালোচনা করে একটি ভিডিয়ো প্রকাশ করাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে হায়দরাবাদে। মুখ্যমন্ত্রীর ভাবমূর্তিকে কালিমালিপ্ত করতেই ওই ভিডিয়ো তৈরি করা হয়েছে বলে অভিযোগ কংগ্রেসের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৫ ২২:২৩
Share:

তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। —ফাইল চিত্র।

তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সমালোচনা করে ভিডিয়ো প্রকাশ করা হয়েছিল সমাজমাধ্যমে। ওই ভিডিয়োর জন্য রেবন্তের সম্মানহানি হয়েছে বলে থানায় অভিযোগ জানান এক কংগ্রেস নেতা। ওই অভিযোগের ভিত্তিতে তেলঙ্গানার একটি ইউটিউ়ব চ্যানেলের দুই সাংবাদিককে গ্রেফতার করল হায়দরাবাদ পুলিশের সাইবার শাখা। ধৃতদের মধ্যে ৪৪ বছর বয়সি পি রেবতী ইউটিউব চ্যানেলের ম্যানেজিং ডিরেক্টর পদে রয়েছেন। অপর জন ২৫ বছর বয়সি বি সন্ধ্যা। তিনিও সেখানে সাংবাদিক হিসাবে কর্মরত।

Advertisement

তেলঙ্গানার প্রদেশ কংগ্রেসের সমাজমাধ্যম শাখার এক নেতা পুলিশের কাছে অভিযোগ জানান। তাঁর বক্তব্য, গত ১০ মার্চ সমাজমাধ্যমে তিনি একটি ভিডিয়ো দেখতে পান। সেটি একটি সাক্ষাৎকারের ভিডিয়ো ছিল। এক ইউটিউব চ্যানেলের প্রতিনিধি ওই সাক্ষাৎকারটি নিচ্ছিলেন বলে পুলিশকে জানান তিনি। অভিযোগকারীর দাবি, ওই ভিডিয়োয় মুখ্যমন্ত্রী রেবন্তের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করা হয়েছে। মুখ্যমন্ত্রীর ভাবমূর্তিকে কালিমালিপ্ত করে অশান্তি পাকানোর উদ্দেশে ইচ্ছাকৃত ভাবে ওই ভিডিয়োটি তৈরি করা হয়েছে বলে দাবি ওই কংগ্রেস নেতার। পুলিশ জানিয়েছে, ওই অভিযোগের প্রেক্ষিতেই পদক্ষেপ করা হয়েছে।

সংবাদ মাধ্যম ‘ইন্ডিয়া টুডে’র প্রতিবেদন অনুসারে, তেলঙ্গানা যুব কংগ্রেসের এক নেতাও হায়দরাবাদের সাইবার অপরাধ থানায় অভিযোগ দায়ের করেন। তাঁরও অভিযোগ, ওই ভিডিয়োর মাধ্যমে মুখ্যমন্ত্রীর সম্মানহানি করা হয়েছে। মিথ্যা একপেশে তথ্য পরিবেশন করা হয়েছে বলে অভিযোগ ওই কংগ্রেস কর্মীর।

Advertisement

মুখ্যমন্ত্রীর সম্মানহানির অভিযোগ পাওয়ার পরেই পদক্ষেপ করে পুলিশ। গ্রেফতার করে ওই ইউটিউব চ্যানেলের দুই সাংবাদিককে। প্রশাসনের দাবি, মুখ্যমন্ত্রীর মানহানি করার উদ্দেশ্যে ভিডিয়ো তৈরি এবং তা প্রচারের ক্ষেত্রে উভয়েরই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাঁদের থেকে দু’টি ল্যাপটপ, হার্ড ডিস্ক, সাতটি সিপিইউ-সহ বেশ কিছু বৈদ্যুতিন যন্ত্রপাতি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

বুধবার গ্রেফতার হওয়ার আগে রেবতী আরও একটি ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করেন। সেখানে তিনি দাবি করেন, পুলিশ সকাল বেলা তাঁর বাড়িতে পৌঁছে গিয়েছিল। তাঁকে আটক করা হতে পারে, এমন সংশয়ের কথাও জানান ওই মহিলা। রেবতীর বক্তব্য, সরকার এবং রেবন্তকে প্রশ্ন করার জন্যই তাঁকে নিশানা করা হচ্ছে। দুই সাংবাদিককে গ্রেফতারির ঘটনায় ইতিমধ্যে সরব হয়েছে বিরোধী শিবির বিআরএস। বিআরএস নেতা কেটি রামা রাও সমাজমাধ্যমে রাহুল গান্ধীর উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, “এটাই কি আপনার ‘ভালবাসার দোকান’? ভোর বেলা দুই মহিলা সাংবাদিককে গ্রেফতার করা হল। কী অপরাধ তাঁদের?” তেলঙ্গানায় কংগ্রেসের সরকারকে ব্যর্থ এবং দুর্নীতিগ্রস্ত বলেও আক্রমণ শানিয়েছেন তিনি। রাহুলের উদ্দেশে তিনি আরও লেখেন, “আপনি যে সংবিধান নিয়ে ঘোরেন, সেখানে বাক স্বাধীনতার কথাই বলা হয়েছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement