Air India Express

ফের যান্ত্রিক গোলযোগ এয়ার ইন্ডিয়ার উড়ানে! ১৬ মিনিট আকাশে চক্কর কেটে হায়দরাবাদে ফিরে এল তাইল্যান্ডগামী বিমান

বিমান চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ‘ফ্লাইটরেডার২৪’-এর তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৬টা ৪০ মিনিটে হায়দরাবাদ বিমানবন্দর থেকে তাইল্যান্ডের ফুকেটের উদ্দেশে উড়ে যায় বিমানটি। ওড়ার ১৬ মিনিট পরে ফের হায়দরাবাদ বিমানবন্দরেই ফিরে আসে সেটি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৫ ১৬:৫২
Share:

১৬ মিনিট আকাশে চক্কর কেটে হায়দরাবাদে ফিরে এল তাইল্যান্ডগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান। —ফাইল চিত্র।

তাইল্যান্ডগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানে যান্ত্রিক গোলযোগ। ১৬ মিনিটে আকাশে চক্কর কাটার পরে ফের হায়দরাবাদেই ফিরে এল সেই বিমান। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ওই বিমানে ছিলেন ১৬০ জন যাত্রী।

Advertisement

বিমান চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ‘ফ্লাইটরেডার২৪’-এর তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৬টা ৪০ মিনিটে হায়দরাবাদ বিমানবন্দর থেকে তাইল্যান্ডের ফুকেটের উদ্দেশে উড়ে যায় বিমানটি। ওড়ার ১৬ মিনিট পরে ফের হায়দরাবাদ বিমানবন্দরেই ফিরে আসে সেটি।

পরে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের মুখপাত্র জানান, যান্ত্রিক গোলযোগের কারণে কোনও রকম ঝুঁকি না-নিয়ে বিমানটিকে ফিরিয়ে আনা হয়। বিমান সংস্থাটির তরফে জানানো হয়, তড়িঘড়ি বিকল্প বিমানে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে। যে সময় তাঁদের বিমানবন্দরে অপেক্ষা করতে হয়েছিল, সেই সময়েও তাঁদের সমস্ত কিছুর খেয়াল রাখা হয়েছিল বলে জানিয়েছে বিমান সংস্থাটি।

Advertisement

প্রসঙ্গত, গত বুধবারই যান্ত্রিক গোলযোগের কারণেই এয়ার ইন্ডিয়ার দুবাইগামী একটি বিমান দীর্ঘ সময় লখনউ বিমানবন্দরে দাঁড়িয়ে ছিল। একই সপ্তাহে ফের যান্ত্রিক গোলযোগের কারণে ভোগান্তির মুখে পড়তে হল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের যাত্রীদের।

উল্লেখ্য, গত ১২ জুন এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার ভেঙে পড়া ও ২৪১ জন সওয়ারি-সহ মোট ২৬০ জনের মৃত্যুর ঘটনার এক মাসের মাথায় গত ১২ জুলাই প্রাথমিক রিপোর্ট পেশ করেছে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি)। এখনও চূড়ান্ত রিপোর্ট আসা বাকি। উড়ানের এপিইউ এবং বাঁ দিকের পাখা থেকে সংগৃহীত সীমিত পরিমাণ জ্বালানির নমুনা এখনও পরীক্ষাধীন। ক্রু এবং যাত্রীদের ময়নাতদন্তের রিপোর্টও খতিয়ে দেখা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement