Kerala Anganwadi

‘বিরিয়ানি, চিকেন ফ্রাই চাই!’ কেরলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খুদের আবদার, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী?

আধো-আধো কণ্ঠে তার আবদার, ‘‘উপমা খাব না। বিরনানি (বিরিয়ানি) এবং পোরিচা কোঝি (চিকেন ফ্রাই) খেতে চাই।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১০
Share:

বিরিয়ানি, চিকেন ফ্রাই খাওয়ার আবদার খুদের। ছবি: সংগৃহীত।

উপমা আর মুখে রুচছে না তার। তাই মেনুতে একটু বদল আনার জন্য বিরিয়ানি আর চিকেন ফ্রাইয়ের আবদার করে বসল এক খুদে পড়ুয়া। কেরলের এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ওই খুদে পড়ুয়ার এমন আবদার ভাইরাল হতেই খোদ স্বাস্থ্যমন্ত্রী তথা শিশু ও নারীকল্যাণ মন্ত্রী বীণা জর্জ জানালেন, খুদের আবদারের কথা বিবেচনা করে অঙ্গনওয়াড়ির কেন্দ্রে খাবারের মেনুতে বদল আনা যায় কি না, তা ভাবার সময় এসেছে।

Advertisement

শিশুটির নাম শঙ্কু। তাঁর একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।) একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যায় ওই খুদে পড়ুয়া। আধো-আধো কণ্ঠে তার আবদার, ‘‘উপমা খাব না। বিরনানি (বিরিয়ানি) এবং পোরিচা কোঝি (চিকেন ফ্রাই) খেতে চাই।’’ শঙ্কুর সেই আবদারের ভিডিয়ো ভাইরাল হতেই অনেকেই তাকে বিরিয়ানি খাওয়ানের প্রস্তাব দেন বলে জানিয়েছেন শঙ্কুর মা।

কিন্তু ভিডিয়োটি যখন রাজ্য স্বাস্থ্য এবং শিশু ও নারীকল্যাণ মন্ত্রীর কাছে পৌঁছয়, বিষয়টিকে তিনি গুরুত্ব সহকারে বিবেচনা করেন। তিনি নিজেও সেই ভিডিয়ো সমাজমাধ্যমে শেয়ার করেছেন। খুদের এই নিষ্পাপ আবদার গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। তাঁর কথায়, ‘‘শঙ্কুর এই আবদারের কথা বিবেচনা করে খাবারের মেনুর বিষয়টি পর্যালোচনা করে দেখা হবে।’’ পাশাপাশি মন্ত্রী জানিয়েছেন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে শিশুদের জন্য তালিকায় নানা রকম পুষ্টিকর খাবার রাখা হয়েছে। খাবারে ডিম এবং দুধ দেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেটি সফল হয়েছে। শঙ্কুর আবদার মেনেই কি তা হলে এ বার খাবারের মেনুতে বিরিয়ানি রাখা হবে? তা নিয়েও শুরু হয়েছে জল্পনা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement