‘মজা করেই বসুন্ধরাকে মোটা বলেছিলাম’, নিজের মন্তব্যে সাফাই শরদ যাদবের

বিতর্ক শুরু হতেই নিজের মন্তব্য থেকে পিছু হঠলেন শরদ যাদব। বৃহস্পতিবার রাতে এ বিষয়ে তিনি বলেন, ‘‘নেহাতই মজা করে এই মন্তব্য করেছিলাম।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৮ ১২:৫৬
Share:

রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের প্রসঙ্গে তাঁর মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হতেই পিছু হঠলেন সংযুক্ত জনতা দলের (জেডিইউ) বহিষ্কৃত নেতা শরদ যাদব। শুধু মাত্র মজা করে তিনি ওই কথা বলেছিলেন বলে দাবি করলেন শরদ।

Advertisement

গত বুধবার অলওয়ারে একটি জনসভায় বক্তৃতা করছিলেন শরদ যাদব। সেখানে বসুন্ধরা সম্পর্কে তিনি মন্তব্য করেন, ‘‘এ বার রেহাই দিন বসুন্ধরাকে। আমাদের মধ্যপ্রদেশের মেয়ে। বড্ড ক্লান্ত হয়ে পড়েছেন উনি। বড্ড মোটা হয়ে গিয়েছেন। আগে যদিও দিব্যি তন্বী ছিলেন।’’

সংবাদ সংস্থা এএনআই-এর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় বহিষ্কৃত নেতার বক্তৃতার সেই ভিডিয়ো ছড়িয়ে পড়ে। আর তাতেই নিন্দায় সরব হয়েছেন নেটিজেনরা। মুখ খোলেন স্বয়ং বসুন্ধরা রাজেও। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ প্রার্থনা করেন। তিনি বলেন, ‘‘এই মন্তব্যে আমি খুবই মর্মাহত। এই ধরনের মন্তব্য শুধু আমাকে নয়, মহিলাদের ক্ষেত্রেই অপমানজনক।’’

Advertisement

আরও পড়ুন: ছক কষেই কি হত্যা? সুবোধের বদলি চেয়ে সাংসদকে চিঠি দিয়েছিল বুলন্দশহরের বিজেপি নেতারা

বিতর্ক শুরু হতেই নিজের মন্তব্য থেকে পিছু হঠলেন শরদ যাদব। বৃহস্পতিবার রাতে এ বিষয়ে তিনি বলেন, ‘‘নেহাতই মজা করে এই মন্তব্য করেছিলাম। আমাদের মধ্যে অনেক দিনের সম্পর্ক। বসুন্ধরা রাজেকে অপমান করার কোনই অভিপ্রায় আমার ছিল না।’’ তবে বসুন্ধরা যে মোটা হয়ে যাচ্ছেন সে প্রসঙ্গ তুলে যাদব বলেন, ‘‘ওঁর সঙ্গে দেখা হলে বলব, তুমি খুব ওজন বাড়িয়ে ফেলেছ।’’

আরও পড়ুন: অগুস্তাকে ছাড় দেন মোদীই, দাবি কংগ্রেসের

(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরা বাংলা খবর পেতে পড়ুন আমাদের দেশ বিভাগ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement