শুধু দেশ রক্ষাতেই নয়, দুর্যোগেও অপরিহার্য ভারতীয় সেনা। বন্যা বিধ্বস্ত চেন্নাই আবার এ কথার প্রমাণ পেল। অক্লান্ত ভাবে জলবন্দি বাসিন্দাদের উদ্ধারে নেমেছে ভারতীয় সেনা। বায়ুসেনার তেমনই একটি উদ্ধার কাজের ভিডিও প্রকাশ্যে এল। সেই ভিডিওতে দেখা যাচ্ছে এক প্রসূতি মহিলাকে উদ্ধার করতে বেশ নিচুতে নেমে এসেছে বায়ুসেনার হেলিকপ্টার। এত নিচুতে উদ্ধার দূর অস্ত্ নামতেও ভয় পান হেলিকপ্টার চালকরা। কারণ, ওই উচ্চতায় হেলিকপ্টারকে স্থির রাখা খুব কঠিন। কিন্তু, কী অবলীলায় সেই কাজ করলেন বায়ুসেনার চালক। অনায়াসে আবাসনের ছাদ থেকে মহিলাকে তুলে নিলেন তাঁরা। উচ্ছ্বসিত জনতার অভিবাদন নিতে নিতে উড়ে গেলেন পরের গন্তব্যে। আরও উদ্ধার বাকি যে!