National News

বাস উল্টে আগুন, বিহারে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু ২৭ যাত্রীর

কোটওয়া থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও) বিজয় সিংহ বলেছেন, ‘‘পুড়ে যাওয়া বাসটি থেকে ৪ জন যাত্রীকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাসটিতে ৩২ জন যাত্রী ছিলেন।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ মে ২০১৮ ১৯:৪০
Share:

দাউ দাউ করে জ্বলছে বাসটি। মোতিহারিতে, বৃহস্পতিবার।- ছবি টুইটার থেকে।

(দেশের প্রায় সব সংবাদ মাধ্যমে এই ‘খবর’টি প্রচারিত হয়েছিল। ‘খবর’ ছিল উল্টে গিয়ে আগুন ধরে যাওয়ায় মুজফফরনগর থেকে দিল্লি যাওয়ার পথে একটি বাসে আগুন লেগে যাওযায় বহু মানুষ জীবন্ত দগ্ধ হয়ে মারা গিয়েছেন। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও একটি অনুষ্ঠানে দুর্ঘটনার খবর শুনে উপস্থিত সকলকে নিয়ে দু’ মিনিট মৌনতা পালন করেন। ঘোষণা করেন, মৃতদের পরিবার-পিছু দেওয়া হবে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ। এই খবরটি অন্যান্যদের মতো আনন্দবাজারেও প্রচারিত হয়। কিন্তু পরে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়, ভুল খবর রটে গিয়েছিল। ওই দুর্ঘটনায় মৃত্যু হয়নি এক জনেরও। এই অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আমরা দুঃখিত।)
প্রথম প্রকাশিত খবরটি অবিকল রেখে দেওয়া হল নীচে:

Advertisement

খুব জোরে ছুটতে গিয়ে উল্টে যাওয়ায় বাসে আগুন লেগে ২৭ জন যাত্রীর মৃত্যু হয়েছে। বাসটি মুজফফরপুর থেকে যাচ্ছিল দিল্লিতে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিহারের মোতিহারি জেলার বেলওয়া গ্রামে, ‘এনএইচ-২৮’ জাতীয় সড়কে।

কোটওয়া থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও) বিজয় সিংহ বলেছেন, ‘‘পুড়ে যাওয়া বাসটি থেকে ৪ জন যাত্রীকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাসটিতে ৩২ জন যাত্রী ছিলেন।’’

Advertisement

আরও পড়ুন- ফের বাসে বাসে রেষারেষি, আহত দিদিমা-নাতি, উত্তপ্ত টালিগঞ্জ​

আরও পড়ুন- বাসের ধাক্কায় জখম ২, অবরোধ​

প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের প্রেক্ষিতে পুলিশ জানাচ্ছে, বাসটি খুব জোরে চলছিল। সামনে পড়ে যায় একটি মোটরবাইক। সেই বাইকটিকে বাঁচাতে গিয়েই উল্টে যায় বাসটি। ছিটকে গিয়ে পড়ে রাস্তার পাশে। আর তার পরেই শোনা যায় প্রচণ্ড বিস্ফোরণ। আগুন ধরে যায় বাসটিতে। আগুনের লেলিহান শিখা আর ধোঁয়ায় ভরে যায় আশপাশের এলাকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement