National News

সংঘর্ষবিরতি ভেঙে কাশ্মীরে ফের পাক গোলা, মৃত শিশু

ব্যবস্থা হিসেবে মঙ্গলবার ভোর থেকেই আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে সব স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

জম্মু শেষ আপডেট: ২২ মে ২০১৮ ১৪:৪৩
Share:

ফাইল চিত্র।

সংঘর্ষবিরতি ভেঙে জম্মু-কাশ্মীরে আন্তর্জাতিক সীমান্ত ও নিয়ন্ত্রণরেখার ও-পার থেকে গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে পাকিস্তানি রেঞ্জার্স। নিয়ন্ত্রণরেখার কাছে আখনুরে কেরি বাট্টাল এলাকায় পাক বাহিনীর গোলাবর্ষণে প্রাণ হারিয়েছে একটি ৮ মাসের শিশু। গুরুতর জখম হয়েছেন ৭০ বছরের এক বৃদ্ধা সহ ২ জন। ক্ষতিগ্রস্ত হয়েছে আন্তর্জাতিক সীমান্তে বিএসএফের অন্তত ৩০টি চৌকি, সীমান্ত ও নিয়ন্ত্রণরেখা লাগোয়া জম্মু ও সাম্বা সেক্টরের গোটাপঁচিশ গ্রাম।

Advertisement

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মঙ্গলবার ভোর থেকেই আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে সব স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন- ‘আজাদি’র স্বপ্ন ভুলে যান, কাশ্মীরী যুবদের বার্তা দিলেন সেনাপ্রধান​

Advertisement

আরও পড়ুন- ‘ক্ষমা করে দিয়ো’, বাবাকে ফোনে বলল জঙ্গি ছেলে​

জম্মু পুলিশের আইজি এস ডি সিংহ জানিয়েছেন, সোমবার সকাল থেকেই লাগাতার গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে পাক রেঞ্জার্স। এ দিন ভোর থেকে তা আরও বেড়ে যায়। গোলাবর্ষণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জম্মুর আরনিয়া সেক্টর। এ দিন ভোর থেকে পাক বাহিনী হামলা চালায় আর এস পুরা ও রামগড় সেক্টরেও। পাক রেঞ্জার্সের ছোড়া মর্টারের শেল তলপেটে লেগে গুরুতর জখম হয়েছেন আরনিয়ার পিন্ডি চারকান গ্রামের এক বাসিন্দা। গুরুতর জখম হয়েছেন ৭০ বছর বয়সী এক মহিলাও। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

এ দিন সকাল থেকে বিএসএফও শুরু করেছে প্রত্যাঘাত। তবে তার পরেও পাক রেঞ্জার্সের গোলাবর্ষণ থামেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন