temples

দেশের এই মন্দিরগুলিতে পুরুষের প্রবেশ নিষেধ

নিষেধাজ্ঞা রয়েছে পুরুষদেরও ,

Advertisement
সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৮ ১০:০০
Share:
০১ ১০

শবরীমালা মন্দিরে ঢুকতে পারবেন সব বয়সের মহিলারা, রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। জানেন কি দেশে এমনও কিছু মন্দির আছে যেখানে পুরুষের প্রবেশ নিষেধ?

০২ ১০

কেরলের আট্টুকাল ভগবতী মন্দিরে প্রবেশ নিষেধ পুরুষদের। পোঙ্গল উৎসবের সময় সবচেয়ে বেশি সংখ্যক মহিলা ভক্ত মন্দিরে প্রবেশের জন্য গিনেস বুকেও নাম ওঠে মন্দিরটির।

Advertisement
০৩ ১০

কেরলের চাক্কুলাথুকাভু মন্দিরে প্রবেশ করতে পারেন না পুরুষরা। ভগবতী মাতার এই মন্দিরে ডিসেম্বরের প্রথম দিনে পুরোহিত পা ধুইয়ে দেন নারী ভক্তদের। এই নারী পূজার সময় পুরুষদের প্রবেশ নিষেধ মন্দিরটিতে।

০৪ ১০

সন্তোষী মাতার যে মন্দিরগুলি রয়েছে দেশজুড়ে, সেখানে শুক্রবার পুরুষদের প্রবেশ নিষেধ।

০৫ ১০

রাজস্থানের পুষ্করে ব্রহ্মা মন্দিরে বিবাহিত পুরুষদের প্রবেশ নিষেধ। গর্ভগৃহে প্রবেশ করতে পারেন না পুরুষরা।

০৬ ১০

কামাক্ষ্যা মন্দির: অসমের কামরূপে অবস্থিত এই মন্দিরে দেবীর রজঃস্বলা চলাকালীন ভিতরে প্রবেশ করতে পারেন না পুরুষরা।

০৭ ১০

মহারাষ্ট্রের নাসিকে ত্রম্বকেশ্বর মন্দিরের গর্ভগৃহে মহিলাদের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল।২০১৬ সালে বম্বে হাইকোর্টের রায়ে পুরুষদেরও প্রবেশ নিষেধ জারি হয় এই মন্দিরে।

০৮ ১০

কন্যাকুমারীর ভগবতী মাতা মন্দিরে মহিলারাই শুধুমাত্র প্রবেশ করতে পারেন। মন্দিরের প্রবেশ দ্বার পর্যন্ত সন্ন্যাসীরা প্রবেশ করতে পারেন।

০৯ ১০

তামিলনাড়ু লিঙ্গভৈরবী মন্দিরে বেশ কিছু বিশেষ অনুষ্ঠানে পুরুষদের প্রবেশ নিষেধ।

১০ ১০

বিহারের মজফফরপুরের মাতা মন্দিরে বেশ কিছু বিশেষ দিনে পুরুষদের এক্কেবারে প্রবেশ নিষেধ। সেই সময় পুরুষরা পৌরোহিত্যও করতে পারেন না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement