Uttar Pradesh Traffic Police

লক্ষ টাকার স্কুটার চালিয়ে ২১ লক্ষ টাকা জরিমানা! হেলমেট না পরার শাস্তির বহরে মাথায় হাত চালকের

উত্তরপ্রদেশের মুজফ্‌ফরনগর জেলার বাসিন্দা আনমোল সিঙ্ঘলের দাবি, মঙ্গলবার তিনি হেলমেট না পরে স্কুটার চালিয়ে রাস্তায় বেরিয়েছিলেন। তিনি মানছেন ভুল করেছেন। কিন্তু ভুলের মূল্য চোকাতে এত টাকা দিতে হবে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৫ ১৭:৫০
Share:

ভুল শুধরে নিয়ে বার্তা দিয়েছেন মুজফ্ফরপুরের এসপি (ট্রাফিক)। কিন্তু সমাজমাধ্যমে ভাইরাল সেই চালান। ছবি: সংগৃহীত।

যে স্কুটারটি তিনি চালান, তার দাম মোটামুটি এক লক্ষ টাকা। কিন্তু সেই স্কুটার চালিয়ে তাঁর জরিমানা হয়েছে প্রায় ২১ লক্ষ টাকা। পুলিশের চালান দেখে হতভম্ব স্কুটারচালক। সমাজমাধ্যমে ভাইরাল ওই চালানের ছবি। তাই দেখে অবশ্য ভুল স্বীকার করেছে পুলিশ।

Advertisement

উত্তরপ্রদেশের মুজফ্‌ফরনগর জেলার বাসিন্দা আনমোল সিঙ্ঘলের দাবি, মঙ্গলবার তিনি হেলমেট না পরে স্কুটার চালিয়ে রাস্তায় বেরিয়েছিলেন। তিনি মানছেন ভুল করেছেন। কিন্তু ভুলের মূল্য চোকাতে এত টাকা দিতে হবে?

স্কুটারচালক জানিয়েছেন, নিউ মান্ডি এলাকায় ট্রাফিক পুলিশ আটকায় তাঁকে। হেলমেট পরেননি কেন প্রশ্ন করে জবাবের জন্য আর অপেক্ষা করেননি ওই ট্রাফিক পুলিশ। দ্রুত চালান কেটে হাতে ধরিয়ে দিয়ে বলেন স্কুটারের অনেক কাগজপত্রও ঠিক নেই। এর পর চালানে চোখ বোলাতেই চক্ষু চড়কগাছে আনমোলের। করেছেন কী! ২০৭৪০০ টাকা জরিমানা! স্কুটারের দামই তো এক লক্ষ টাকা।

Advertisement

আনমোল পুরো ঘটনার কথা লিখে ওই চালানের ছবি পোস্ট করেন সমাজমাধ্যমে। কিছু ক্ষণের মধ্যে ভাইরাল হয়ে যায় ওই ছবি। উত্তরপ্রদেশ পুলিশকে উদ্দেশ্য করে একের পর এক বার্তা পোস্ট করতে থাকেন নেটাগরিকেরা। নজর এড়ায়নি পুলিশের। শেষমেশ আনমোলকে ডেকে জরিমানার আর্থিক অঙ্ক কমিয়ে ৪ হাজার টাকা করেছে তারা। শনিবার মুজফ্‌ফরনগরের এসপি (ট্রাফিক) অতুল চৌবে বলেন, ‘‘এক সাব-ইনস্পেক্টর ভুল করে চালান কেটে ফেলেছেন। আমরা ভুল শুধরে নিয়েছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement