X Account Withheld

ভারতের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য! ইউরোপের দেশের অর্থনীতিবিদের এক্স অ্যাকাউন্ট বন্ধ করে দিল দিল্লি

ইউরোপের একটি দেশের অর্থনীতিবিদের বিরুদ্ধে পদক্ষেপ করল নয়াদিল্লি। ভারতে তাঁর এক্স অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে এ বিষয়ে এক্স কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪১
Share:

অস্ট্রিয়ার অর্থনীতিবিদের এক্স অ্যাকাউন্ট ভারতে বন্ধ করে দেওয়া হয়েছে। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ভারতের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে ইউরোপের এক দেশের অর্থনীতিবিদের বিরুদ্ধে পদক্ষেপ করল নয়াদিল্লি। ভারতে তাঁর এক্স অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে এ বিষয়ে এক্স কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল।

Advertisement

অস্ট্রিয়ার অর্থনীতিবিদ গুন্টার ফেলিঙ্গার-জান কিছু দিন আগে সমাজমাধ্যমে একটি পোস্ট করেছিলেন। সেখানে সরাসরি ভারতের বিরুদ্ধে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলেন তিনি। লেখেন, ‘‘ভারতকে ভেঙে ফেলার ডাক দিচ্ছি। নরেন্দ্র মোদী রাশিয়ার কাছের মানুষ। খলিস্তানিদের স্বাধীনতার জন্য আমাদের বন্ধু প্রয়োজন।’’ সূত্রের খবর, এই পোস্ট ভারতীয় আধিকারিকদের নজরে আসে এবং দ্রুত পদক্ষেপ করা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে এক্স কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। ওই ব্যক্তির এক্স অ্যাকাউন্টটি এ দেশের ব্যবহারকারীদের জন্য বন্ধ করে দিতে বলা হয়। সেই অনুযায়ী এক্স কর্তৃপক্ষও পদক্ষেপ করেন।

অস্ট্রিয়ার যে কমিটি ইউক্রেন, কসোভো, বসনিয়া এবং অস্ট্রিয়ার নেটো সদস্যপদ আদায়ের জন্য লড়ছে, সেই কমিটির প্রেসিডেন্ট ফেলিঙ্গার। তাঁর এক্স অ্যাকাউন্টটি এখন ভারতের কোনও ব্যবহারকারী খুলতে পারছেন না। সেখানে লেখা আছে, ‘‘এই অ্যাকাউন্টটি আইনি কারণে ভারতে বন্ধ রয়েছে।’’

Advertisement

বিষয়টি নিয়ে অস্ট্রিয়া সরকারের দৃষ্টি আকর্ষণ করা হবে কি? ভিয়েনায় যোগাযোগ করে ওই অর্থনীতিবিদের বিরুদ্ধে পদক্ষেপের আবেদন জানাবে নয়াদিল্লি? সেই সম্ভাবনা আপাতত নেই। বিদেশ মন্ত্রকের সূত্র উল্লেখ করে এনডিটিভি জানিয়েছে, যে হেতু ওই অর্থনীতিবিদ অস্ট্রিয়া সরকারের কোনও পদে নেই, তাই এর চেয়ে বেশি গুরুত্ব তাঁকে দেওয়ার প্রয়োজন মনে করা হচ্ছে না। যদিও তাঁর পোস্টে ভারতের সমাজমাধ্যমে ক্ষোভের সঞ্চার হয়েছিল।

২০২৪ সালের জুলাই মাসে অস্ট্রিয়া গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে ৪১ বছরে ভারতের আর কোনও প্রধানমন্ত্রী ওই দেশে যাননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement