COVID Deaths

Covid 19 Deaths: কোভিডে মৃত্যুর সংখ্যায় আমেরিকা, ব্রাজিলের পাশে ভারত, মৃত্যুর সংখ্যা ছাড়াল ৩ লক্ষ

দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের মাত্রা যেমন বেড়েছে। পাল্লা দিয়ে বেড়েছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৭৪১ জনের।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ মে ২০২১ ২১:৫৮
Share:

ছবি: পিটিআই।

আমেরিকা এবং ব্রাজিলের পর তৃতীয় দেশ হিসাবে কোভিডে মৃত্যুর সংখ্যায় তিন লক্ষ পার করল ভারত।

আমেরিকা এবং ব্রাজিল আগেই এই সংখ্যা পার করেছিল। ভারত ছিল অনেকটাই দূরে। কিন্তু দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের মাত্রা যেমন বেড়েছে। পাল্লা দিয়ে বেড়েছে মৃত্যুর সংখ্যাও। যা ভারতকে কোভিড মৃত্যুর সংখ্যার তালিকায় আমেরিকা এবং ব্রাজিলের পাশে দাঁড় করাল।

দ্বিতীয় ঢেউয়ে প্রতি দিন ২ লক্ষেরও বেশি সংক্রমণ হচ্ছে দেশে। এক সময় ৪ লক্ষ ছাড়িয়ে গিয়েছিল দৈনিক সংক্রমণ। গত কয়েক সপ্তাহে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে কোভিডে। দৈনিক মৃত্যু এক সময় ৪ হাজারও ছাড়িয়ে গিয়েছিল। যদিও গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৭৪১ জনের। যে ভাবে মৃত্যুর সংখ্যা বাড়ছে তাতে চিকিৎসক মহল থেকে আম নাগরিকদের মধ্যে একটা উদ্বেগ তৈরি হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন