Hissein Brahim Taha

তাহাকে সতর্ক করল দিল্লি

অরিন্দম সরাসরি বলেন, কাশ্মীর-সহ ভারতের নানা প্রান্তে সন্ত্রাসবাদী কার্যকলাপে মদত দেয় পাকিস্তান। আশা করা যায়, সেই কাজকে সমর্থন করবেন না ওআইসি প্রধান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২২ ০৭:২৮
Share:

অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)-এর মহাসচিব হিসেন ব্রাহিম তাহা। ছবি: সংগৃহীত।

অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)-এর মহাসচিব হিসেন ব্রাহিম তাহা-র সাম্প্রতিক পাক-অধিকৃত কাশ্মীর সফর নিয়ে কড়া বার্তা দিল ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী বলেছেন, “পাক-অধিকৃত কাশ্মীরে ওআইসি প্রধানের সফরের তীব্র নিন্দা করছে ভারত। আমি সকলকে মনে করিয়ে দিতে চাই, ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলার অধিকার নেই ওআইসি প্রধানের। ইতিমধ্যেই ওআইসি-র বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ, নানা বিষয় নিয়ে ভুল অবস্থান নিয়েছে এই গোষ্ঠী। পাকিস্তানের মুখপাত্রের মতো আচরণ করছেন ওআইসি-র মহাসচিব।”

Advertisement

অরিন্দম সরাসরি বলেন, কাশ্মীর-সহ ভারতের নানা প্রান্তে সন্ত্রাসবাদী কার্যকলাপে মদত দেয় পাকিস্তান। আশা করা যায়, সেই কাজকে সমর্থন করবেন না ওআইসি প্রধান। তা ছাড়া, ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ওআইসি-র মন্তব্য করার বিষয়টিও মেনে নেবে না ভারত। গত কাল পাকিস্তান সফর শেষ করে ফিরে গিয়েছেন ওআইসি-র মহাসচিব। সেই সফরেই তিনি বলেছিলেন, “কাশ্মীর সমস্যার দ্রুত নিষ্পত্তি চেয়ে কূটনৈতিক ক্ষেত্রে সক্রিয় ভূমিকা নিচ্ছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ।” পাকিস্তানের প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা শোনা গিয়েছে তাঁর মুখে। এর পরিপ্রেক্ষিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম জানিয়েছেন, কাশ্মীর নিয়ে মন্তব্য করার এক্তিয়ারই নেই ওআইসি-র মহাসচিবের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement