Gaza Peace Summit

নিজে যাচ্ছেন না, ‘গাজ়া শান্তি সম্মেলনে’ দূত পাঠাচ্ছেন মোদী! ট্রাম্পের আমন্ত্রণের পরে কাকে মিশরে পাঠাচ্ছে নয়াদিল্লি?

সোমবার মিশরে আয়োজিত হচ্ছে ‘গাজ়া শান্তি সম্মেলন’। একেবারে শেষ মূহূর্তে, সম্মেলনের দু’দিন আগে আমন্ত্রণ জানানো হয় মোদীকে। আমেরিকা এবং মিশর উভয় দেশ থেকেই আমন্ত্রণ পান মোদী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৫ ২২:১৪
Share:

(বাঁ দিকে) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)। —ফাইল চিত্র।

‘গাজ়া শান্তি সম্মেলন’-এ ভারতের তরফে উপস্থিত থাকবেন বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ। সোমবার থেকে মিশরের শর্ম-আল-শেখ শহরে শুরু হচ্ছে ‘শান্তি সম্মেলন’। আমেরিকা এবং মিশরের সভাপতিত্বেই ওই সম্মেলন আয়োজিত হচ্ছে। সেখানে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফতেহ্‌ আল-সিসি উভয়েই।

Advertisement

একেবারে শেষ মূহূর্তে (বৈঠকের দু’দিন আগে, শনিবার) আমন্ত্রণ জানানো হয় মোদীকে। তবে ওই বৈঠকে প্রধানমন্ত্রী যোগ দেবেন কি না, তা শুরুতে স্পষ্ট ছিল না। পরে ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর এক প্রতিবেদনে জানানো হয়, মোদীর দূত হয়ে ওই সম্মেলনে যাচ্ছেন বিদেশ প্রতিমন্ত্রী। যদিও দিল্লির তরফে সরকারি ভাবে এ বিষয়ে কোনও ঘোষণা করা হয়নি। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ, জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ়, স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো স্যাঞ্চেজ় এবং রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেসেরও সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে।

মিশরের প্রেসিডেন্টের মুখপাত্র জানিয়েছেন, সোমবার বিকেলে (স্থানীয় সময় অনুসারে) সিসি এবং ট্রাম্পের যৌথ সভাপতিত্বে ওই সম্মেলন শুরু হবে। ২০টিরও বেশি দেশের প্রতিনিধিত্ব থাকার কথা রয়েছে ওই সম্মেলনে। মিশর সফরের জন্য মোদীর কাছে এই আমন্ত্রণ নয়াদিল্লির কাছে বেশ গুরুত্বপূর্ণ ছিল বলেই মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকেরা। কারণ, ট্রাম্পও থাকবেন সেখানে। বর্তমান কূটনৈতিক পরিস্থিতিতে ট্রাম্পের সঙ্গে সামনাসামনি আলোচনাও সুযোগ তৈরি হওয়ারও সম্ভাবনা ছিল। কিন্তু এ ক্ষেত্রে বিদেশ প্রতিমন্ত্রীকে মিশরে পাঠিয়ে দিল্লি কিছুটা সাবধানী পদক্ষেপ করল বলেই মনে করা হচ্ছে।

Advertisement

মিশরের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘‘গাজ়ায় যুদ্ধে ইতি টানার জন্য এই সম্মেলন। পশ্চিম এশিয়ায় শান্তি এবং স্থিতি ফিরিয়ে আঞ্চলিক নিরাপত্তা মজবুত করাই এর উদ্দেশ্য।’’ বিবৃতিতে এ-ও বলা হয়েছে, ‘‘ওই অঞ্চলের শান্তি ফেরাতে এবং গোটা পৃথিবীতে সংঘাত থামাতে ডোনাল্ড ট্রাম্পের যে দর্শন রয়েছে, তাকে মাথায় রেখেই এই সম্মেলন।’’

এর আগে গত বৃহস্পতিবার ট্রাম্পকে ফোন করে গাজ়ায় শান্তিপ্রতিষ্ঠার জন্য অভিনন্দন জানিয়েছিলেন মোদী। ট্রাম্পের পাশাপাশি গাজ়ায় শান্তিচুক্তির জন্য ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ফোন করেও অভিনন্দন জানান তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement