(বাঁ দিকে) পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ডান দিকে)। — ফাইল চিত্র।
আবার কূটনীতির ময়দানে সম্মুখসমরে নয়াদিল্লি-ইসলামাবাদ। উপলক্ষ, টানা বৃষ্টি, বন্যা, ঘূর্ণিঝড় দিটওয়ায় ‘ত্র্যহস্পর্শে’ বিধ্বস্ত শ্রীলঙ্কায় ত্রাণসামগ্রী প্রেরণে আকাশসীমা ব্যবহারের অনুমতি না-দেওয়ার অভিযোগ।
প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত শ্রীলঙ্কায় ‘মানবিক’ সহায়তা পাঠানোর জন্য ভারতীয় আকাশসীমা ব্যবহারের অনুরোধ নয়াদিল্লি খারিজ করেছে বলে সোমবার অভিযোগ করেছিল ইসলামাবাদ। মঙ্গলবার ভারতীয় বিদেশ মন্ত্রক শাহবাজ় শরিফের সরকারের সেই অভিযোগকে ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘‘আমরা পাকিস্তানের বিদেশ মন্ত্রকের হাস্যকর বিবৃতি খারিজ করছি। এটি ভারতবিরোধী অসত্য তথ্য ছড়িয়ে দেওয়ার আর একটি প্রচেষ্টা।’’
প্রসঙ্গত, প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত শ্রীলঙ্কায় পাঠানো পাক ত্রাণসামগ্রীর মান নিয়েও ইতিমধ্যে বিতর্ক দানা বেঁধেছে ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্রে! কলম্বোয় পাকিস্তানের হাই কমিশন শ্রীলঙ্কাকে পাঠানো সেই ত্রাণের ছবি পোস্ট করেছে সমাজমাধ্যমে। সেখানে দেখা গিয়েছে, খাবারের প্যাকেটের গায়ে মেয়াদের যে তারিখ লেখা রয়েছে, তা ইতিমধ্যে উত্তীর্ণ হয়ে গিয়েছে! ঘটনার জেরে শ্রীলঙ্কার সমাজমাধ্যম ব্যবহারকারীদের একাংশ সমালোচনা করেছেন ইসলামাবাদের।