Indian Airlines

ইন্ডিয়ান এয়ারলাইনসের বিমান ছিনতাইকারী সেই খলিস্তানি জঙ্গির ঠিকানা পাকিস্তান, সামনে এল ছবি

পাক পঞ্জাবের হাসল আবদল এলাকায় অবস্থিত ওই গুরুদ্বারের নাম পানিয়া সাহিব। শিখ সম্প্রদায়ের পবিত্র ওই ধর্মস্থানে গজেন্দ্র কেন গিয়েছিলেন, সে কথা অবশ্য বিস্তারিত ভাবে জানাননি তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২২ ২৩:৩৩
Share:

পাকিস্তানের গুরুদ্বারের চত্বরে দাঁড়িয়ে রয়েছেন গজেন্দ্র সিংহ।

জল্পনা শোনা যাচ্ছিল বেশ কয়েক বছর ধরেই। অবশেষে ১৯৮১ সালে ইন্ডিয়ান এয়ারলাইনসের বিমান ছিনতাই-কাণ্ডের অভিযুক্ত খলিস্তানি জঙ্গি গজেন্দ্র সিংহ নিজেই নেটমাধ্যমে জানিয়ে দিলেন তাঁর বর্তমান ঠিকানার কথা। ফেসবুকের সেই পোস্টে দেখা যাচ্ছে পাকিস্তানের গুরুদ্বারের চত্বরে দাঁড়িয়ে রয়েছেন তিনি।

Advertisement

পাক পঞ্জাবের হাসল আবদল এলাকায় অবস্থিত ওই গুরুদ্বারের নাম পানিয়া সাহিব। শিখ সম্প্রদায়ের পবিত্র ওই ধর্মস্থানে গজেন্দ্র কেন গিয়েছিলেন, সে কথা অবশ্য বিস্তারিত ভাবে জানাননি তিনি। ১৯৮১ সালের সেপ্টেম্বরে শিখ কট্টরপন্থী গোষ্ঠী দল খালসার সহ-প্রতিষ্ঠাতা গজেন্দ্রর নেতৃত্ব পাঁচ জঙ্গি অমৃতসর থেকে ১১১ জন যাত্রী-সহ ইন্ডিয়ান এয়ারলাইনসের ফ্লাইট ৭৩৭ ছিনতাই করে পাক পঞ্জাবের রাজধানী লাহৌরে নিয়ে গিয়েছিলেন।

শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা জার্নেল সিংহ ভিন্দ্রানওয়ালের মুক্তি এবং বিপুল অঙ্কের অর্থ দাবি করেছিলেন তাঁরা। যাত্রীদের মুক্তির পর লাহৌর পুলিশ ছিনতাইকারীদের গ্রেফতার করেছিল। পাকিস্তানে তাঁদের বিচারও হয়। ১৯৯৪ সালে পাকিস্তান মুক্তি দিয়েছিল গজেন্দ্রকে। যদিও ভারতের ‘ওয়ান্টেড’ তালিকায় এখনও রয়ে গিয়েছেন তিনি। প্রসঙ্গত, সম্প্রতি ১৯৮৫ সালের জুনে দিল্লি থেকে কানাডার মন্ট্রিয়লগামী এয়ার ইন্ডিয়ার ‘কণিষ্ক’ বিমানে বোমা বিস্ফোরণ ঘটনায় মূল অভিযুক্ত খলিস্তানি জঙ্গি রিপুদমন সিংহ মালিককে খুন করা হয়েছিল।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন