Terrorists Infiltration Foiled

নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, জম্মু-কাশ্মীরের কুপওয়ারায় সেনার সঙ্গে রাতভর সংঘর্ষে হত দুই জঙ্গি

সেনা সূত্রে খবর, জঙ্গিরা সংখ্যায় কত জন ছিল তা স্পষ্ট জানা যায়নি। তবে রাতভর দু’পক্ষের মধ্যে গুলির লড়াই চলে। জঙ্গিদের এক সময় কোণঠাসা করে ফেলে সেনা। তখন তারা আবার নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পালানোর চেষ্টা করে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৫ ১০:৫৫
Share:

জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান সেনার। ছবি: পিটিআই।

রাতভর গুলির লড়াইয়ে দুই জঙ্গিকে নিকেশ করল ভারতীয় সেনা। শনিবার সেনা সূত্রে জানানো হয়েছে, অনুপ্রবেশকারী দুই জঙ্গির মৃত্যু হয়েছে সংঘর্ষে। তাদের কাছ থেকে বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। নিহত দু’জন কোন জঙ্গিগোষ্ঠীর সঙ্গে জড়িত ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

সেনার চিনার কোর সূত্রে জানানো হয়েছে, শুক্রবার রাতে তারা গোপন সূত্রে খবর পায় নিয়ন্ত্রণরেখা পেরিয়ে কুপওয়ারার কেরন সেক্টর হয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে একদল জঙ্গি। সেই খবর পাওয়ামাত্রই সতর্ক হয়ে যায় সেনা। নজরদারি বাড়ানো হয়। রাতের অন্ধকারের সুযোগ নিয়ে জঙ্গিরা ভারতে ঢোকার চেষ্টা করতেই নিরাপত্তাবাহিনীর চ্যালেঞ্জের মুখে পড়ে। অনুপ্রবেশে বাধা পেতেই জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলি চালায় সেনাও।

সেনা সূত্রে খবর, জঙ্গিরা সংখ্যায় কত জন ছিল তা স্পষ্ট জানা যায়নি। তবে রাতভর দু’পক্ষের মধ্যে গুলির লড়াই চলে। জঙ্গিদের এক সময় কোণঠাসা করে ফেলে সেনা। তখন তারা আবার নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পালানোর চেষ্টা করে। পালানোর সময়েও তারা গুলি চালাতে থাকে। পাল্টা গুলি চালাতে থাকে সেনাও। আর সেই সংঘর্ষে নিহত হয় দু’জন। শনিবার সকালে দুই জঙ্গির দেহ উদ্ধার হয়েছে। তবে ওই দলে আর কত জন জঙ্গি ছিল, কোথায় পালাল, তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে সেনা। প্রসঙ্গত, গত অক্টোবরেও কুপওয়ারা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় দুই জঙ্গিকে খতম করেছিল সেনা। আবারও জঙ্গি অনুপ্রবেশ রুখে দিল তারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement