India-Pakistan Relation

ভারত আর ভারতীয়দের ক্ষতি করাই ইসলামাবাদের একমাত্র লক্ষ্য! রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানকে ‘জবাব’ নয়াদিল্লির প্রতিনিধির

সোমবার নিরাপত্তা পরিষদের বিতর্কে যোগ দিয়ে পাক প্রতিনিধি আসিম ইফতিকার আহমদ অপারেশন সিঁদুর, জম্মু ও কাশ্মীর এবং সিন্ধু জলবণ্টন চুক্তি নিয়ে ভারতকে আক্রমণ শানান। পাল্টা ইসলামাবাদকে তোপ দাগেন ভারতের প্রতিনিধি পর্বতেনি হরিশ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ১০:৪৩
Share:

(বাঁ দিকে) নরেন্দ্র মোদী এবং শাহবাজ় শরিফ (ডান দিকে)। —ফাইল চিত্র।

রাষ্ট্রপুঞ্জে ভারতকে ‘জবাব’ দিল পাকিস্তান। সোমবার রাষ্ট্রপুঞ্জে নিরাপত্তা পরিষদের বিতর্কে ইসলামাবাদকে তোপ দাগেন ভারতের স্থায়ী প্রতিনিধি পর্বতেনি হরিশ। তিনি বলেন, “পাকিস্তানের একমাত্র লক্ষ্য ভারত এবং ভারতীয়দের ক্ষতি করা।” ইসলামাবাদের বিরুদ্ধে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে মিথ্যা ভাষ্য তৈরি করার অভিযোগও তুলেছেন তিনি।

Advertisement

বর্তমানে পাকিস্তান রাষ্ট্রপুঞ্জের সর্বোচ্চ নীতিনির্ধারক গোষ্ঠী নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য। সোমবার নিরাপত্তা পরিষদের বিতর্কে যোগ দিয়ে পাক প্রতিনিধি আসিম ইফতিকার আহমদ অপারেশন সিঁদুর, জম্মু ও কাশ্মীর এবং সিন্ধু জলবণ্টন চুক্তি নিয়ে সে দেশের বক্তব্য জানান। ‘অপারেশন সিঁদুর’ নিয়ে ভারতকে আক্রমণও করেন তিনি।

পাক প্রতিনিধির পর পাল্টা তোপ দাগেন রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি হরিশ। তিনি বলেন, “পাকিস্তানের একমাত্র লক্ষ্য আমাদের দেশ এবং দেশবাসীর ক্ষতি করা। ওরা গত মে মাসের অপারেশন সিঁদুর নিয়ে মিথ্যা ভাষ্য তৈরি করছে।” একই সঙ্গে তিনি পহেলগাঁওয়ের জঙ্গিহানার প্রসঙ্গ উল্লেখ করে স্মরণ করিয়ে দেন যে, ওই ঘটনায় অভিযুক্তদের বিচারের আওতায় আনার দাবি তুলেছিল নিরাপত্তা পরিষদ। পাকিস্তানের জঙ্গিঘাঁটিগুলিতে হানা দিয়ে ভারত সেই কাজটাই করেছে বলে জানান হরিশ।

Advertisement

পাক প্রতিনিধির জম্মু ও কাশ্মীর সংক্রান্ত মন্তব্যেরও সমালোচনা করেছে নয়াদিল্লি। হরিশ স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। তাই ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার কোনও অধিকার পাকিস্তানের নেই। সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত রাখা নিয়ে তাঁর সংযোজন, “তিনটি যুদ্ধ এবং ভারতের বিরুদ্ধে সহস্র সন্ত্রাসবাদী হামলা চালিয়ে পাকিস্তান এই চুক্তিকে লঙ্ঘন করেছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement