National News

কাশ্মীরে জঙ্গিদের গুলিতে নিহত সেনা মেজর ও তিন জওয়ান

জানা গিয়েছে, মঙ্গলবার ভোরে উত্তর কাশ্মীরের গুরেজ সেক্টরে পাক অধিকৃত কাশ্মীর থেকে অনুপ্রবেশের চেষ্টা করে জঙ্গিরা। তাঁদের দেখতে পেয়ে গুলি চালান সেনা জওয়ানরা। পাল্টা গুলি চালায় জঙ্গিরাও। দু’পক্ষের গুলি বিনিময়েই মৃত্যু হয়েছে ওই মেজর এবং দুই জঙ্গির।

Advertisement
শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৮ ১২:০৬
Share:

সেনার সঙ্গে সংঘর্ষে নিহত চার জঙ্গি।—প্রতীকী ছবি।

কাশ্মীরে অনুপ্রবেশে বাধা পেয়ে সেনাবাহিনীর এক মেজর ও তিন জওয়ানকে গুলি করে মারল জঙ্গিরা। সেনার পাল্টা গুলিতে মৃত্যু হয়েছে দুই জঙ্গিরও। আরও সেনাবাহিনী পাঠানো হচ্ছে ঘটনাস্থলে। শেষ খবর পাওয়া পর্যন্ত চলছে গুলির লড়াই।

Advertisement

জানা গিয়েছে, মঙ্গলবার ভোরে জঙ্গিদের ছয় থেকে আট জনের একটি দল লাইন অব কন্ট্রোল পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে। বন্দিপুরা জেলার গুরেজ সেক্টরে জঙ্গিদের উপস্থিতি বুঝতে পেরেই সতর্ক হয়ে যান নিরাপত্তাকর্মীরা। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। তাতেই মেজর ও তিন জওয়ানের মৃত্যু হয়।

পাল্টা গুলি চালাতে শুরু করেন কর্তব্যরত জওয়ানরা। তাতে ছত্রভঙ্গ হয়ে যায় জঙ্গিরা। শুরু হয় গুলিযুদ্ধ। শেষ খবর পাওয়া পর্যন্ত স্থানীয় একটি জঙ্গলের মধ্যে বাকি জঙ্গিরা লুকিয়ে পড়েছে। তাদের ঘিরে রেখেছেন সেনা জওায়নরা। তবে জঙ্গলের ভিতর থেকেই মাঝেমধ্যে জঙ্গিরা গুলি চালাচ্ছে বলে সেনা সূত্রে খবর। আরও সেনাবাহিনী চেয়ে পাঠানো হয়েছে। তবে সেনার তরফে সরকারি ভাবে এখনও কিছু জানানো হয়নি।

Advertisement

আরও পড়ুন: খাগড়াগড়-কাণ্ডের মূল মাথা বোমা মিজান গ্রেফতার বেঙ্গালুরুতে

আরও পড়ুন: ইন্দিরা গাঁধীর চোখ-কান ছিলেন তিনিই, কোন গোপন তথ্য জানতেন আর কে ধওয়ন?

সেনা সূত্রে জানা গিয়েছে, গুরেজ সীমান্ত দিয়ে গত কয়েকদিন ধরেই পাক অধিকৃত কাশ্মীর থেকে ভারতে ঢোকার চেষ্টা চালাছে জঙ্গিরা। সোমবার রাত থেকেই জঙ্গিদের উপস্থিতি ও চলাফেরার সঙ্কেত পান বিএসএফ জওয়ানরা। সেনা কর্তাদের অনুমান, প্রচুর অস্ত্রশস্ত্র নিয়ে ভারতে ঢোকার চেষ্টা চালাচ্ছে কোনও জঙ্গি গোষ্ঠীর সদস্যরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন