বাদ্যযন্ত্র নষ্টের খবরে তৎপর প্রশাসন

হাইলাকান্দির সাংস্কৃতিক কেন্দ্রে অযত্নে বাদ্যযন্ত্র নষ্ট হওয়ার খবর আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হওয়ার পর টনক নড়ল জেলা প্রশাসনের। আজ জেলাশাসকের নির্দেশে সার্কল অফিসার সরফরাজ হক সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শনে যান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাইলাকান্দি শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৫ ০৩:২৩
Share:

হাইলাকান্দির সাংস্কৃতিক কেন্দ্রে অযত্নে বাদ্যযন্ত্র নষ্ট হওয়ার খবর আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হওয়ার পর টনক নড়ল জেলা প্রশাসনের। আজ জেলাশাসকের নির্দেশে সার্কল অফিসার সরফরাজ হক সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শনে যান। ২০১১ সালে মুখ্যমন্ত্রীর বিশেষ প্রকল্পের অধীনে হাইলাকান্দি এবং করিমগঞ্জ জেলার জন্য কী কী বাদ্য সামগ্রী এসেছিল এবং সেগুলি কোথায় বিতরণ করা হয়েছে, সেই বিষয়ে দফতরের করণিক দীনেশ গোস্বামীকে তিনি রিপোর্ট দিতে বলেছেন। সরফরাজ হক জানান, সাংস্কৃতিক সংস্থা ও শিল্পীদের বিনামূল্যে বিতরণের জন্য ওই কেন্দ্রে মজুত অনেক বাদ্যযন্ত্র বাজারে বিক্রি হওয়ার অভিযোগ তিনি পেয়েছেন। তা নিয়ে তদন্ত শুরু করেছেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রের করণিককে জেলাশাসকের অনুমতি ছাড়া জেলার বাইরে যেতে নিষেধ করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন